নতুন বছরের প্রথম দিনেই আজ ঢাকার বায়ু খুব অস্বাস্থ্যকর। ২১২ স্কোর নিয়ে বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকার অবস্থান আজ অষ্টম। ফলে বায়ুদূষণ সূচকে ঢাকার বাতাস খুব অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে।
এদিকে, ৪১৯ স্কোর নিয়ে শীর্ষ স্থানে রয়েছে জার্মানির মিউনিখ এবং ২৭৯ স্কোরে এরপরেই কসোভোর প্রিস্টিনা।
বুধবার (১ জানুয়ারি) সকালে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য পাওয়া গেছে।
ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। আজ ঢাকার বাতাসে এর উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানমাত্রার চেয়ে ২৭ গুণ বেশি।
আজ বায়ুদূষণ থেকে রক্ষা পেতে আইকিউএয়ারের পরামর্শ, ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে। খোলা স্থানে ব্যায়াম করা যাবে না এবং ঘরের জানালা বন্ধ রাখতে হবে।