নারায়ণগঞ্জে যুবদল কর্মী শাওনকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার গোয়েন্দা পুলিশের সাবেক উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান কনকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৬ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসুম এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, আদালতে সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়।
কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, কনককে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, ২০২২ সালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা যখন আনন্দ মিছিল নিয়ে মাঠে নেমেছিলাম, ওই সময় তৎকালীন পুলিশ সুপার (এসপি) রাসেলের নির্দেশে পুলিশ আমাদের ওপর ঝাঁপিয়ে পরে। নির্বিচারে গুলি করে। আজ ডিবির সাবেক এসআই কনককে পাঁচদিনের রিমান্ড দেওয়া হয়েছে। এ কনকের গুলিতে সেই দিন আমাদের শাওন মৃত্যুবরণ করে। এ শাওন হত্যার বিচার অবশ্যই হতে হবে। আমরা সাতদিনের রিমান্ড চেয়েছিলাম, আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
এর আগে, গত বৃহস্পতিবার রাতে শাওন হত্যা মামলার ১৬ নম্বর আসামি মাহফুজুর রহমান কনক ওরফে মাহফুজুল হককে ঢাকা এয়ারপোর্টের ১৩ এপিবিএন থেকে গ্রেপ্তার করা হয়।