২০২৪-২৫ শিক্ষাবর্ষে মেডিকেল (এমবিবিএস) ভর্তি পরীক্ষা কাল অনুষ্ঠিত হবে। শুক্রবার (১৭ জানুয়ারি) সারা দেশে একযোগে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা। ইতিমধ্যে ভর্তি ইচ্ছুকদের প্রবেশপত্র ডাউনলোডও শেষ হয়েছে।
জানা গেছে, এবারের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন এক লাখ ৩৫ হাজার ২৬১ জন শিক্ষার্থী। পক্ষান্তরে কোটাসহ মোট আসন রয়েছে পাঁচ হাজার ৩৮০টি। সেক্ষেত্রে এবার প্রতিটি আসনের জন্য ভর্তিযুদ্ধে অংশ নিচ্ছেন ২৫ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।
দেশে মোট মেডিকেল কলেজের সংখ্যা ১১০টি। এর মধ্যে সরকারি ৩৭টি ও বেসরকারি মেডিকেল কলেজ ৬৭টি। এছাড়া একটি আর্মড ফোর্সেস ও পাঁচটি বেসরকারি আর্মি মেডিকেল কলেজ রয়েছে। সরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে হয় মেধাতালিকার ভিত্তিতে। ভাল কলেজে ভর্তি হন তালিকায় থাকা শিক্ষার্থীরা।
বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) প্রণীত মেডিকেল এবং ডেন্টাল কলেজ/ইউনিটে এমবিবিএস এবং বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৫ আগেই প্রকাশ করেছে। এবার ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য দুই ভাবে নম্বর কাটার কথা বলা হয়েছে। এবারও পাস নম্বর ৪০।