যে কারণে বলিউডে এসে বদলে গেলেন ঐশ্বরিয়া

Date:

বলিউডে অভিষেকের আগে বিশ্বসুন্দরীর খেতাব পেয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। এ অভিনেত্রী সে সময়ে নাকি একেবারেই অন্যরকম ছিলেন। কিন্তু বিশ্বসুন্দরী তকমা প্রাপ্তির পরে অনেক পাল্টে যান তিনি।

এরপর বলিউডে একের পর এক সিনেমা উপহার দেন ঐশ্বরিয়া। এই দুই সময়ের ঐশ্বরিয়াকে মেলানো যায় না- এমনটা মনে করছেন গায়িকা সোনা মহাপাত্র। সম্প্রতি এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়াকে নিয়ে কথা বলেছেন তিনি।

সোনা মহাপাত্র ঐশ্বরিয়াকে চেনেন বিশ্বসুন্দরী হওয়ার অনেক আগে থেকে। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমার সব মনে আছে। মুম্বাইতে তখন আমি পরীক্ষা দিতে এসেছিলাম। ঐশ্বরিয়া আমার চেয়ে বয়সে বড় ছিল। কী অপূর্ব দেখতে ছিল তিনি। কথাও বলত খুব ভালো। আর সবচেয়ে বড় ব্যাপার, ও খুবই বুদ্ধিমতী ও স্বপ্রতিভ ছিল।’

কিন্তু বেশ কয়েক বছর পরে এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়ার কথা শুনে অবাক হন সোনা মহাপাত্র। কোনোভাবেই মেলাতে পারছিলেন না। তার ভাষ্য, ‘আমার দেখা ঐশ্বরিয়া তো তিনি নন। এত নেতিবাচক ধারণা তার মধ্যে তো ছিল না। এত রেখে ঢেকে কথা বলত না। তারপর ভাবলাম সময়ের সঙ্গে হয়তো পরিবর্তন হয়েছেন তিনি। হয়তো চলচ্চিত্রের পরিবেশ তাকে বদলে দিয়েছে। কিন্তু ও সত্যিই খুব বুদ্ধিমতী ছিল ঐশ্বরিয়া। এই জগৎ হয়তো অতটা বুদ্ধিমত্তা গ্রহণ করতে সক্ষম নয়। তাই নিজেকে পরিশীলিত করেছে এ অভিনেত্রী। তাই এখন আগের থেকে মিতভাষী। আমার এ ধারণা ভুলও হতে পারে।’

Subscribe

সর্বাধিক পঠিত

আরও
Related

টাকার নোট ছাপাতে খরচ হয় কত!

এক হাজার টাকার নোট ছাপাতে পাঁচ টাকা ও ৫০০...

প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মহাসচিবের সাক্ষাৎ

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে...

মিষ্টি কুমড়ার বাম্পার ফলন, হাসি নেই কৃষকের মুখে

কিশোরগঞ্জের ইটনায় এবার মিষ্টি কুমড়ার ব্যাপক চাষ ও বাম্পার...

মহেশপুর সীমান্তে বিজিবি-বিএসএফের বৈঠক অনুষ্ঠিত

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবি এবং বিএসএফ কমান্ডার পর্যায়ে একটি...