অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন ৩৪তম ব্যাচের দায়িত্বে জয়-উজ্জ্বল

Date:

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের ৩৪তম ব্যাচের সদস্যদের নিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম জয় ও সাধারণ সম্পাদক হয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. উজ্জ্বল হোসেন।

নতুন এ কমিটিতে কোষাধ্যক্ষ হয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. মহিউদ্দিন আল হেলাল।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) মিলনায়তনে জরুরি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় এ কমিটি গঠন করা হয়।

অ্যাসোসিয়েশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের (৩৪তম ব্যাচ) এক জরুরি বিশেষ সভা বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় ব্যাচের নতুন কমিটি গঠন সংক্রান্ত আলোচনা শেষে ঐকমত্যের ভিত্তিতে নির্বাচনের মাধ্যমে সংক্ষিপ্ত কমিটি গঠনের বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়।

নবনির্বাচিত কমিটি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তা প্রকাশ করবে বলেও এতে জানানো হয়েছে।

নতুন কমিটির সভাপতি সাইফুল ইসলাম জয় বলেন, বৈষম্যহীন নতুন বাংলাদেশে আমরা চাই অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এবং সাধারণ মানুষের মধ্যে সেতুবন্ধন হোক। সেবাগ্রহীতারা নির্বিঘ্নে যেন সেবা গ্রহণ করতে পারেন সেই আলোকে আমরা প্রস্তুতি গ্রহণ করেছি। একই সঙ্গে আমরা এ কমিটি গঠনের মাধ্যমে ব্যাচমেটদের সুরক্ষা এবং কল্যাণের দিকেও নজর রাখবো।

Subscribe

সর্বাধিক পঠিত

আরও
Related

কাশ্মীর সীমান্তে ব্যাপক সেনা মোতায়েন ভারতের

ভারত-পাকিস্তানের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে। কাশ্মীরের পেহেলহামে গত...

অবৈধ আদেশ পালনে পুলিশ জনরোষের শিকার হয়েছে: প্রধান উপদেষ্টা

গত ১৫ বছর পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল...

সম্মিলিত প্রচেষ্টায় রাষ্ট্র বিনির্মাণের পথ খুঁজতে হবে : আলী রীয়াজ

দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী শাসন দেশের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে...

আত্মসমর্পণ করতে আদালতে তারেক রহমানের খালাতো ভাই

দুদকের দুই মামলায় দণ্ডিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের...