একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, ৫২ সালের ভাষা আন্দোলন থেকে ২৪-এর গণঅভ্যুত্থান পর্যন্ত প্রতিটি আন্দোলন বারবার ছাত্রদের নেতৃত্বেই ঘটেছে। আমরা যে বাংলাদেশ গড়ে তুলেছিলাম তার থেকে তরুণরা অনেক গুণ ভালো বাংলাদেশ গড়ে তুলবে।
তিনি বলেন, যে তরুণরা অসীম বীরত্ব নিয়ে জীবন দিয়েছে যা আমাদের পক্ষে সম্ভব হয় নাই, তরুণরা সর্বোচ্চ লড়াই করেছে। হিজোমোনিক ও ভারতীয় আধিপত্যবাদী শক্তিকে একসাথে আমাদের তরুণরা পরাজিত করেছে। তরুণরা জীবন দিয়েছে বলেই আমি নির্বাসিত জীবন থেকে মুক্তি পেয়ে আজকে (একুশে) পদকপ্রাপ্ত হই।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় একুশে ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির মাহমুদুর রহমান এসব কথা বলেন।
সভাপতির বক্তব্যে মজিবুর রহমান মঞ্জু বলেন, এই হিজোমনি ও ফ্যাসিবাদ শক্তিকে পরাজিত করতেই গণঅভ্যুত্থান হয়। ৫২ আমাদের জুলাই গণঅভ্যুত্থানের প্রেরণা। ২১-এর চেতনায় হচ্ছে বন্দুকের সামনে দাড়ানো, ২১-এর শিক্ষায় হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, অধিকারের জন্য বুক চিতিয়ে দিতে হবে।
তিনি বলেন, ভাষা ও শব্দ কতোটা শক্তিশালী হতে পারে তা আমার দেশ পত্রিকার শিরোনাম শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি’ দেখিয়ে দিয়েছে। ফ্যাসিবাদের পদধ্বনি এবং গণঅভ্যুত্থানই একমাত্র মুক্তির ফয়সালা এই কথা দুটিই আমাদেরকে মুক্তির মঞ্জিলে পৌঁছে দেয়।
বিশেষ অতিথি হিসেবে ড. সুকোমল বড়ুয়া বলেন, এবি নেতাকর্মীদের মধ্যে আমি মাতৃভাষার প্রতি অকৃত্রিম ভালবাসা দেখেছি, কথা বলার দুয়ার খুলে দিয়েছে জুলাই গণঅভ্যুত্থান। ২৪-এর গণঅভ্যুত্থানে এতো মানুষের ঢল মুক্তিযুদ্ধ ব্যতিত আর কোন আন্দোলনে দেখি নাই এবং খুব অল্প সময়ের মধ্যেই এবি পার্টি তার লক্ষ্যে পৌঁছে যাচ্ছে।
কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন বিজয় একাত্তর চত্বরে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, একুশে পদকপ্রাপ্ত বুদ্ধিজীবী ড. সুকোমল বড়ুয়া। এবি পার্টির ভাইস চেয়ারম্যান বিএম নাজমুল হক, লে. কর্ণেল (অব.) হেলাল উদ্দিনসহ এবি পার্টির সিনিয়র নেতৃবৃন্দ।
আলোচনা সভায় এবি পার্টির নেতৃবৃন্দের মধ্যে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভুইয়া, এবিএম খালিদ হাসান ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আলতাফ হোসাইন, যুবপার্টির আহবায়ক শাহাদাতুল্লাহ টুটুল, মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক আব্দুল হালিম খোকন সহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।