ইমরান খানকে গুলি: মূল আসামির যাবজ্জীবন

Date:

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানকে গুলি করে হত্যাচেষ্টার মামলায় মূল আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। এ ছাড়া তাকে ১৫ লাখ রুপি জরিমানা করা হয়েছে।

রোববার (২৭ এপ্রিল) দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ইমরান খানকে হত্যাচেষ্টার মূল আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১৫ লাখ রুপি জরিমানা করেছেন আদালত। শনিবার গুজরানওয়ালার একটি সন্ত্রাসবিরোধী আদালত এ আদেশ দেন।

২০২২ সালের ৩ নভেম্বর পাঞ্জাবের ওয়াজিরাবাদে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) লং মার্চের সময় এই হামলা ঘটে ।

ঘটনার দিন নাভিদ বশীর নামের এক বন্দুকধারী গুলি চালান। যার ফলে ইমরান খান, সিনেটর ফয়সাল জাভেদসহ কয়েকজন আহত হন। এ ঘটনায় একজন পিটিআই কর্মী নিহত হন। পরে ঘটনাস্থল থেকে মূল বন্দুকধারী নাভিদকে গ্রেপ্তার করে পুলিশ।

তৎকালীন জোট সরকার, যার মধ্যে ফেডারেল স্বরাষ্ট্রমন্ত্রীও রয়েছেন, তাদের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ এনেছিলেন ইমরান। একই বছরের ৭ নভেম্বর ওয়াজিরাবাদের সিটি পুলিশ স্টেশনে ঘটনার প্রথম তথ্য প্রতিবেদন (এফআইআর) দায়ের করা হয়। এ ছাড়া ১৯৯৭ সালের সন্ত্রাসবিরোধী আইনের অধীনে একটি যৌথ তদন্ত দল (জেআইটি) গঠন করা হয়।

শনিবার শুনানির পর মামলার রায় ঘোষণা করেন এটিসি বিচারক মুহাম্মদ নাঈম সেলিম। প্রধান অভিযুক্ত নাভিদকে হত্যা ও সন্ত্রাসবাদের অভিযোগে দুটি যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্য দুই অভিযুক্ত তৈয়ব জাহাঙ্গীর বাট এবং ওয়াকাসকে খালাস দেওয়া হয়।

এ বিষয়ে অ্যাডভোকেট ইমরান আব্বাস সুপ্রা বলেছেন, রাষ্ট্রপক্ষ তৈয়ব জাহাঙ্গীরে বিরুদ্ধে কোনো সাক্ষী হাজির করতে ব্যর্থ হয়েছে।

Subscribe

সর্বাধিক পঠিত

আরও
Related

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৬৩তম সভা অনুষ্ঠিত

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের ৬৩তম সভা অনুষ্ঠিত...

আ.লীগের আরেক সাবেক এমপি গ্রেপ্তার

আওয়ামী লীগের টিকিটে এমপি হওয়া মো. জাফর আলম গ্রেপ্তার...

এনসিটিবি থেকে ফ্যাসিস্টের দোসরদের অপসারণের দাবি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)...

নির্বাচনে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা চায় জামায়াত

আগামী নির্বাচন সুষ্ঠু করার জন্য প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা...