ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল আরব আমিরাত

Date:

মার্চ মাসজুড়ে পালিত হবে পবিত্র রমজানের রোজা। রমজান শেষে বিশ্বের মুসলমানরা উদযাপন করবে ঈদুল ফিতর, যা ইসলামের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। তাই এখন থেকেই শুরু হয়েছে ঈদুল ফিতরের সম্ভাব্য দিনক্ষণ নিয়ে আগ্রহ।

সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদরা জানিয়েছেন, এ বছর ২৮ ফেব্রুয়ারি রমজানের চাঁদ দেখা যেতে পারে। যদি ওইদিন চাঁদ দেখা যায়, তাহলে ১ মার্চ থেকে রমজান মাস শুরু হবে।

রমজানের মাস ২৯ দিনে শেষ হলে ঈদুল ফিতর পালিত হবে রোববার (৩০ মার্চ)। তবে যদি রমজান ৩০ দিনে পূর্ণ হয়, তাহলে সোমবার (৩১ মার্চ) ঈদ উদযাপিত হবে।

এদিকে, ঈদুল ফিতর উপলক্ষে সংযুক্ত আরব আমিরাত সরকার সরকারি ছুটির ঘোষণা করেছে। দেশটির নিয়ম অনুযায়ী, রমজান ২৯ দিনে শেষ হলে তিনদিন এবং ৩০ দিনে শেষ হলে চারদিনের ছুটি দেওয়া হবে।

উল্লেখ্য, আরব আমিরাতে সরকারি ছুটির বিষয়টি ইসলামিক হিজরি ক্যালেন্ডারের ওপর নির্ভরশীল এবং চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে।

জ্যোতির্বিদদের পূর্বাভাস অনুযায়ী, ২০৩১ সাল পর্যন্ত হালকা শীতের মধ্যেই রমজান মাস শুরু হবে। এটি প্রথমবারের মতো এ বছর থেকে হতে যাচ্ছে, যা মুসলমানদের জন্য স্বস্তিদায়ক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সূত্র: টাইম আউট দুবাই

Subscribe

সর্বাধিক পঠিত

আরও
Related

জিয়া সাইবার ফোর্সের বনানী থানার আহবায়ক আরমান, সদস্য সচিব বিপ্লব

আরমান পাটোয়ারীকে আহবায়ক ও মো. বিপ্লবকে সদস্য সচিব করে...

ভোটার তালিকায় নাম থাকলেই প্রবাসীরা প্রক্সি ভোট দিতে পারবেন: ইসি

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো....

এ বছরের মধ্যে পাচারকৃত কয়েকশ কোটি ডলার ফিরিয়ে আনা সম্ভব: অর্থ উপদেষ্টা

দেশ থেকে পাচার হওয়া কয়েকশ কোটি ডলার এ বছরের...

এবার ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫

এ বছর বাংলাদেশে ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা...