২০২৫ সালের এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার সংশোধিত সময়সূচি অনুসারে আগামী ১০ এপ্রিল সকাল ১০টায় শুরু হবে। এ পরীক্ষা ১৩ মে পর্যন্ত চলবে। ঢাকা মহানগরীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে এটি অনুষ্ঠিত হবে।
বুধবার (৯ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষা কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার জন্য কেন্দ্রসমূহের ২০০ (দুইশত) গজের মধ্যে পরীক্ষার্থী এবং পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ব্যতীত জনসাধারণের অনধিকার প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করছি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই আদেশ আগামী ১০ এপ্রিল হতে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে পরীক্ষা চলাকালীন সময় পর্যন্ত বলবৎ থাকবে।
এর আগে এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষা পুনর্নির্ধারিত সূচি প্রকাশ করে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। ১৪ মে থেকে ২২ মে ব্যবহারিক পরীক্ষা হবে। আর ২৩ মে থেকে ১ জুলাই পর্যন্ত চলবে বাস্তব প্রশিক্ষণ।
শিক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশাবলি-
ক. প্রশ্নপত্রে উল্লিখিত সময় ও পূর্ণমান অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে
খ. তাত্ত্বিক অথবা ব্যবহারিক অংশে রেফার্ড থাকলে তাত্ত্বিক ও ব্যাবহারিক উভয় অংশে পরীক্ষা দিতে হবে এবং পৃথকভাবে পাস করতে হবে
গ. পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে পরীক্ষাকেন্দ্রে আসন গ্রহণ করতে হবে
ঘ. পরীক্ষার্থীরা পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে
ঙ. কেন্দ্রসচিব ব্যতীত অন্য কেউ পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন আনতে/ব্যবহার করতে পারবেন না। সেই ক্ষেত্রে কেন্দ্রসচিব ক্যামেরাবিহীন সাধারণ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন
চ. প্রত্যেক পরীক্ষার্থীর তত্ত্বীয় ও ব্যবহারিক পরীক্ষায় উপস্থিতির জন্য একই হাজিরা শিট ব্যবহার করতে হবে
ছ. ব্যবহারিক পরীক্ষা নিজ নিজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে
জ. কোনোভাবেই পরীক্ষা শুরুর ৩০ মিনিটের আগে প্রশ্নপত্রের প্যাকেট খোলা যাবে না।