গ্রামীণ জনগোষ্ঠীর ভাগ্য পরিবর্তনে এবি পার্টি প্রতিশ্রুতিবদ্ধ

Date:

গ্রামীণ জনগোষ্ঠীর ভাগ্য পরিবর্তনে এবি পার্টি প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেন ‘আমার বাংলাদেশ’-এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

তিনি বলেন, ২০২৪-এর গণঅভ্যুত্থানে যে ১৩ জন বিপ্লবী নাগরিক জেলা ও জেলার বাহিরে জীবন দিয়েছেন, তারা আমাদেরকে দেশ গড়বার পথ দেখিয়ে গেছেন।

রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে শহীদ মিনার চত্বরে আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি, শেরপুর জেলা শাখা আয়োজিত এক বিশাল জনসভায় তিনি একথা বলেন।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, গত ৫৩ বছরে শেরপুর জেলার লক্ষ লক্ষ নাগরিকের পিছিয়ে পড়া জীবনমানের কোন পরিবর্তন হয় নি। জেলাতে ট্রেন সেবা চালু, ভালো মানের হাসপাতাল ও স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করার কোন আয়োজন ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলো করে নি। কর্মসংস্থান তৈরির জন‍্য বিসিক নগরীকে ঢেলে সাজানো, প্রায় ৫০০টি চালের মিলকে বাণিজ্যিকভাবে পরিচিত করানো, চাতাল শ্রমিকদের সুযোগ সুবিধা নিশ্চিতকরণের কোন উদ্যোগ আমরা দেখতে পাই নি।

তিনি আরও বলেন, জেলার পর্যটন কেন্দ্রগুলি উন্নত করা, ভারত থেকে হাতির আক্রমণ ঠেকানোর আধুনিক ব্যবস্থাপনা, মাদকের সংক্রমণ নিয়ন্ত্রণ করা এবং জেলার অবকাঠামো ও চর অঞ্চলের রাস্তাঘাটের উন্নয়ন দাবি তোলেন প্রধান অতিথি। পাশাপাশি স্থানীয় প্রশাসন এবং অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি ।

জেলার যুগ্ম আহবায়ক নূর মোহাম্মদ সিদ্দিকীর সভাপতিত্বে এবং জেলার সদস্যসচিব মুকসিতুর রহমান হীরার পরিচালনায় জনসভায় আরও বক্তব্য রাখেন, এবি পার্টির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা আহবায়ক অ্যাড. ছানোয়ার হোসেন, মোমেনশাহী জেলা আহবায়ক শাহজাহান মল্লিক, সহ-প্রচার সম্পাদক রিপন মাহমুদ, সহ-দপ্তর সম্পাদক যুবনেতা আমানুল্লাহ রাসেল, বিশিষ্ট নারী সংগঠক শাহনাজ পারভীন, নারী নেত্রী শিল্পী আক্তার, শেরপুরের এবি যুব পার্টির আহ্ববায়ক এসএম শিবলু প্রমুখ।

Subscribe

সর্বাধিক পঠিত

আরও
Related

জিয়া সাইবার ফোর্সের বনানী থানার আহবায়ক আরমান, সদস্য সচিব বিপ্লব

আরমান পাটোয়ারীকে আহবায়ক ও মো. বিপ্লবকে সদস্য সচিব করে...

ভোটার তালিকায় নাম থাকলেই প্রবাসীরা প্রক্সি ভোট দিতে পারবেন: ইসি

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো....

এ বছরের মধ্যে পাচারকৃত কয়েকশ কোটি ডলার ফিরিয়ে আনা সম্ভব: অর্থ উপদেষ্টা

দেশ থেকে পাচার হওয়া কয়েকশ কোটি ডলার এ বছরের...

এবার ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫

এ বছর বাংলাদেশে ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা...