ছাত্রদলের ওপর বৈষম্যবিরোধীদের নির্দেশে কুয়েটে হামলা: রকিব

Date:

বৈষম্যবিরোধী নামধারী কতিপয় গুপ্ত সংগঠনের শীর্ষ নেতার নির্দেশে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্রদলের কর্মী-সমর্থকদের ওপর অতর্কিতভাবে হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রকিব।

তিনি বলেন, ‘কুয়েটের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করতে হবে। যারা জড়িত থাকবে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। দেশে আর মব কালচার চলবে না।’

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ফার্মগেটে ছাত্রদলের সদস্য নবায়ন ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ছাত্রদল সভাপতি বলেন, কুয়েটে ছাত্রদলের কোনো কমিটি নেই। তবে সেখানে কর্মী-সমর্থক রয়েছে। বড় ঘটনা এড়াতে ছাত্রদল ধৈর্যের পরীক্ষা দিচ্ছে। ছাত্রদলকে বাদ দিয়ে জুলাই অভ্যুত্থানের ইতিহাস লেখা চলবে না। গুপ্ত সংগঠন ক্যাম্পাসে একক রাজত্ব কায়েম করতে চায়। তারা সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করছে। যারা ক্যাম্পাসে রাজনীতি চায় না বলে স্লোগান দেয়, তাদেরকেই পরে শিবিরের কমিটিতে গুরুত্বপূর্ণ পদে দেখা যায়।

তিনি বলেন, ‘মঙ্গলবার যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, ছাত্রদলের সভাপতি হিসেবে সেই পুরো ঘটনার জন্য আমি ব্যথিত, মর্মাহত এবং দুঃখ প্রকাশ করছি। তবে যার মাধ্যমে এই ঘটনার সূত্রপাত তাকে গ্রেফতার করতে হবে।’

কুয়েটে ছাত্র রাজনীতিকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ নিয়ে শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকার পরও তা ফেরানোর চক্রান্ত চলছে। ছাত্রদলের অনুসারীরা এই হামলায় জড়িত।

তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রদল নেতারা গতকাল জানায়, তাদের নেতাকর্মীদের ওপর শিবির ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ‘সন্ত্রাসীরা’ হামলা চালিয়েছে।

Subscribe

সর্বাধিক পঠিত

আরও
Related

ছাত্র ইউনিয়নের নেতাসহ ৮০ জনের নামে পুলিশের মামলা

ধর্ষণবিরোধী পদযাত্রা থেকে পুলিশের ওপর হামলার অভিযোগে ১২ জনের...

বিএনপি দ্রুত নির্বাচন ও ফ্যসিবাদের দোসরদের বিচার চায়: এমরান সালেহ প্রিন্স

বিএনপিও দ্রুত নির্বাচনের সাথে সাথে অতি প্রয়োজনীয় সংস্কার ও...

‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিল

প্রকাশের ক্ষেত্রে নিয়ম লঙ্ঘনের অভিযোগে দৈনিক ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন...

মাগুরার শিশুটির অবস্থার আরও অবনতি, দুবার ‘কার্ডিয়াক অ্যারেস্ট’

মাগুরার আট বছরের ধর্ষণের শিকার শিশুটির শারীরিক অবস্থার আরও...