ছুরিকাঘাতে প্রাণ গেল আইনজীবীর

Date:

মৌলভীবাজার জেলা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট সুজন মিয়াকে (৩৮) ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

রোববার (৬ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার পৌর শহরের জেলা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজের সরকারি বাস ভবনের সামনে ৫-৬ জন দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

অ্যাডভোকেট সুজন মিয়া মৌলভীবাজার পৌর শহরের পূর্ব হিলালপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার মো. জহিরুল ইসলামের ছেলে।

জানা গেছে, রাতে মৌলভীবাজার পৌর শহরের জেলা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজের সরকারি বাস ভবনের ফুচকার দোকানের সামনে ছিলেন অ্যাডভোকেট সুজন মিয়া। সেখানে রাত সাড়ে ১১টার দিকে ৫-৬ জনের দুর্বৃত্তদল তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে সেটি জানা যায়নি।

মৌলভীবাজার জেলাবারের আইনজীবী ও সরকারি সহকারী আইনজীবী এস এ এম হাবিবুল্লাহ বলেন, অ্যাডভোকেট সুজন মিয়া আমার বন্ধু। আমরা এক সঙ্গে বার কাউন্সিলের সনদপ্রাপ্ত হই। কিছুক্ষণ আগে ওনাকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, আমরা প্রশাসনের কাছে খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই। আগামীকাল মৌলভীবাজার জেলা জজ আদালতে কর্মবিরতি ঘোষণা করা হয়েছে এবং আদালত প্রাঙ্গণে আগামীকাল মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।

এ বিষয়ে মৌলভীবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) মিনহাজুর রহমান বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। আসামিদের তথ্য খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Subscribe

সর্বাধিক পঠিত

আরও
Related

নতুন উদ্যোক্তাদের জন্য ৯০০ কোটি টাকার তহবিল গঠন: গভর্নর

নতুন উদ্যোক্তাদের সহায়তার জন্য ৮০০ থেকে ৯০০ কোটি টাকার...

হত্যা মামলায় সাবেক এমপি আফজাল ৭ দিনের রিমান্ডে

রাজধানীর নয়াপল্টনে সংঘর্ষে যুবদলের নেতা শামীম মোল্লা হত্যা মামলায়...

আমি টক্সিসিটি নিতে পারি না: শ্রাবন্তী

বর্তমানে বেশ ব্যস্ততায় দিন কাটছে ওপার বাংলার অভিনেত্রী শ্রাবন্তী...

বঙ্গোপসাগরে লঘু চাপের পূর্বাভাস

তাপপ্রবাহের মধ্যেই দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘু চাপ সৃষ্টির আভাস...