জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রে সবাই ঐকমত্য: গোলাম পরওয়ার

Date:

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার বলেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সর্বদলীয় বৈঠক ফলপ্রসূ হয়েছে। জুলাই অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র প্রয়োজন বলে বৈঠকে সবাই ঐকমত্য পোষণ করেছেন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে জুলাই-আগস্ট অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে বৈঠক ডাকেন প্রধান উপদেষ্টা। সেখানে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

গোলাম পরোয়ার বলেন, বৈঠকে আমাদের মতামত পেশ করেছি। মোটা দাগে বলতে চাই, উপস্থিত সবাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে ঐক্যের পথে পরিচালনার স্বার্থে একমত হয়েছে।

তিনি বলেন, সাবজেক্ট টু সাবজেক্ট আলোচনার পরিবেশ বা সময় ছিল না। আমরা পরামর্শ দিয়েছি সরকারের এমন দলিল তৈরিতে অস্থিরতা, সমন্বয়হীনতার প্রয়োজন নেই।

তিনি আরও বলেন, অনেক মৌলিক জিনিস এই ঘোষণাপত্রের কাঠামো থেকে বাদ পড়েছে। অনেক আলেম ওলামার ত্যাগের ব্যাপার ঘোষণাপত্রে বাদ পড়েছে। এমন প্রক্রিয়া হওয়া দরকার যেন সব পক্ষ মতামত দিতে পারে। আজকের আলোচনাটি প্রাথমিক। কিছু অসংলগ্নতা আছে এটা অনেকেই তুলে ধরেছেন। আবার আমাদের ডাকা হবে।

Subscribe

সর্বাধিক পঠিত

আরও
Related

সারাদেশে বজ্রপাতে প্রাণ গেল ১০ জনের

পাঁচ জেলায় বজ্রপাতে ১০ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৮...

জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠন

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ, নিহতদের পরিবার ও আহতদের পুনর্বাসন...

নিরীহ লোককে মামলা দিয়ে হয়রানি করা যাবে না: আইজিপি

নিরীহ লোককে মামলা দিয়ে হয়রানি করা যাবে না বলে...

আইকনিক অ্যাওয়ার্ড পেলেন আখতার হামিদ খান

ফটোগ্রাফিতে ব্যতিক্রমী অবদান রাখায় বর্ষসেরা ফটোগ্রাফারের পুরস্কার পেয়েছেন আখতার...