জুলাই বিপ্লবের হত্যাকারীদের বিচারের মধ্য দিয়ে ক্ষমা করতে হবে: শামীম সাঈদী

Date:

জুলাই বিপ্লবের হত্যাকারীদের বিচারের মধ্য দিয়ে ক্ষমা করতে হবে বলে মন্তব্য করেছেন পিরোজপুর-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম সাঈদী।

শনিবার (১১জানুয়ারি) পিরোজপুর আল্লামা সাঈদী ফাউন্ডেশনে আয়োজিত এক অনুষ্ঠান তিনি একথা বলেন।

শামীম সাঈদী বলেন, একাত্তরের মানবতাবিরোধী অপরাধের নামে দলের পাঁচজন শীর্ষ নেতাকে ‘মিথ্যা তথ্য ও সাজানো আদালতের রায়ে’ ফাঁসি দেয়া হয়েছে।

পাঁচজনসহ ১১ জন মৃত্যুদণ্ডে দণ্ডিত ও প্রয়াত নেতাকে স্মরণ করে তিনি বলেন, বিগত সাড়ে ১৫ বছরে সারাদেশে দলের নেতা-কর্মীদের গুম, খুন, নির্যাতন, কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়া, গ্রেফতার, মামলার ঘটনা তুলে ধরেন। শত শত ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে অর্জিত এ পরিবর্তনকে কেউ যাতে ব্যর্থ করে দিতে না পারে সে জন্য সবাইকে সতর্ক থাকাতে হবে।

ছাত্র-জনতার আন্দোলন নিষ্ঠুরভাবে দমনের চেষ্টার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, যেকোনো মূল্যে গদি টিকিয়ে রাখতে হবে, এই জেদ ধরে শত শত মানুষকে হত্যা করা হয়। এটা ছিল সুস্পষ্ট গণহত্যা। শুধু স্থলভাগে নয়, আকাশ থেকেও গুলি চালানো হয়েছে। ইন্টারনেট সেবা পুরোপুরি বন্ধ করে দিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে।

শামীম সাঈদী বলেন, ‘সেখানে ট্রাকের (ভ্যান) ওপর লাশের স্তূপ। তারপর ধরিয়ে দেয়া হয়েছে আগুন। আমরা কোন সভ্যতায় বসবাস করছি? আমরা সরকারের কাছে দাবি জানাই, এই গণহত্যা যারা সংঘটিত করেছে, অবশ্যই তাদের বিচারের আওতায় আনতেই হবে।

তিনি আরও বলেন, গরিব দেশের কিছু চতুর ধনী জনগণের সম্পদ লুণ্ঠন করে। সেই ধনী-ব্যবসায়ী লুটেরাদের বিচার করতে হবে।

Subscribe

সর্বাধিক পঠিত

আরও
Related

বিশেষ বিসিএসে নিয়োগ পাবেন ২ হাজার চিকিৎসক

হাসপাতালে চিকিৎসক সংকট দূর করতে সরকার বিশেষ বিসিএসের মাধ্যমে...

মাগুরায় নির্যাতিত শিশুর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

মাগুরায় নির্যাতিত শিশুটির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান...

আরও বাড়ল সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ 

সশস্ত্র বাহিনীকে দেওয়া বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও দুই...

মাগুরার সেই শিশুটি মারা গেছে: আইএসপিআর

ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন মাগুরায় নির্যাতিত শিশুটি...