তিতুমীর কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

Date:

সারাদেশে সাম্প্রতিক সময়েঘটে যাওয়া ধর্ষণ, ডাকাতি, ছিনতাইসহ সব ধরনের অরাজকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।

তাদের দাবি, সাম্প্রতিক সময়ে দেশে ধর্ষণসহ ডাকাতি, গুম, খুনের সংখ্যা লাগাতার বৃদ্ধি পাচ্ছে। কিন্তু আইন-শৃঙ্খলা বাহিনী এসব অপরাধীদের আইনের আওতায় আনতে ব্যর্থ হচ্ছে। এই অবস্থায় আগামী ৭২ ঘণ্টার মধ্যে অপরাধীদের শাস্তির আওতায় আনা না হলে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে তিতুমীর কলেজ ক্যাম্পাসের মূল ফটকের সামনে আয়োজিত মানববন্ধনে শিক্ষার্থীরা এই হুঁশিয়ারি দেন।

শিক্ষার্থীরা বলেন, দেশে চলমান অরাজকতা, ধর্ষণ, ছিনতাই, লুটতরাজের বিরুদ্ধে আমাদের এই মানববন্ধন কর্মসূচি। অনতিবিলম্বে এসব অপরাধের সঙ্গে সম্পৃক্ত সবাইকে আইনের আওতায় আনতে হবে। আমাদের মূল দাবি সরকার যেন এসবের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করে, যাতে ভবিষ্যতে কেউ গুম, খুন এবং ধর্ষণের শিকার না হন।

এক নারী শিক্ষার্থী বলেন, আমি ব্যক্তিগতভাবে এখন অনিরাপদ বোধ করছি। আমি চব্বিশের আন্দোলনে ছিলাম, চব্বিশ পরবর্তী সময়ে আমরা একটি নিরাপদ বাংলাদেশ চেয়েছিলাম। কিন্তু বর্তমানে আমরা সম্পূর্ণ এর বিপরীত দেখতে পাচ্ছি।

তিনি বলেন, আমার মায়ের নিরাপত্তা কোথায়? আমার নিরাপত্তা কোথায়? আমার দেশে আমি স্বাধীনভাবে ঘুরবো, আমার বোন ইচ্ছা হলেই রাত ১২টায় ঘুরতে বের হবে। এই দেশের সরকার তার নিরাপত্তা দেবে। কেন সে এখন সন্ধ্যার পর বাইরে যেতে পারবে না? এটা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি ধারাবাহিকভাবে চলতে থাকবে।

এর আগে বেলা ১২টা থেকে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে ক্যাম্পাসে জড়ো হতে থাকেন। এ সময় শিক্ষার্থীরা ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘আমাদের সংগ্রাম, চলছে চলবে’, ‘আমার বোন কান্না করে, প্রশাসন কি করে’, ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘চাঁদাবাজের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘চাঁদাবাজের বিরুদ্ধে, আগুন জ্বালো’সহ বিভিন্ন স্লোগান দেন।

Subscribe

সর্বাধিক পঠিত

আরও
Related

ছাত্র ইউনিয়নের নেতাসহ ৮০ জনের নামে পুলিশের মামলা

ধর্ষণবিরোধী পদযাত্রা থেকে পুলিশের ওপর হামলার অভিযোগে ১২ জনের...

বিএনপি দ্রুত নির্বাচন ও ফ্যসিবাদের দোসরদের বিচার চায়: এমরান সালেহ প্রিন্স

বিএনপিও দ্রুত নির্বাচনের সাথে সাথে অতি প্রয়োজনীয় সংস্কার ও...

‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিল

প্রকাশের ক্ষেত্রে নিয়ম লঙ্ঘনের অভিযোগে দৈনিক ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন...

মাগুরার শিশুটির অবস্থার আরও অবনতি, দুবার ‘কার্ডিয়াক অ্যারেস্ট’

মাগুরার আট বছরের ধর্ষণের শিকার শিশুটির শারীরিক অবস্থার আরও...