তিস্তার পানির ন্যায্য হিস্যার জন্য জাতিসংঘে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, পানির ন্যায্য হিস্যার জন্য বিএনপি প্রয়োজনে জাতিসংঘে যাবে। কারণ, ভারত বাংলাদেশের জনগণকে আন্তর্জাতিক নদীর পানির অধিকার থেকে বঞ্চিত করছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সৈয়দপুর তামান্না মোড়ে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।
এমরান সালেহ প্রিন্স বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হওয়া, এবং নির্বাচনের রোডম্যাপ ঘোষণার অভাব সবই জনগণের দুর্ভোগ বাড়িয়ে দিয়েছে।’
এমরান সালেহ প্রিন্স বলেন, ‘আওয়ামী ফ্যাসিবাদের পতনের পর ছয় মাস অতিক্রান্ত হলেও কাঙ্ক্ষিত সংস্কার কিংবা নির্বাচনের রোডম্যাপ পাওয়া যায়নি।’
তিনি আরও বলেন, ‘সরকারের পদক্ষেপ না নেওয়ায় জনগণের সমস্যার সমাধান হয়নি।’ তিনি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে জনগণের মতামত না নেওয়ারও সমালোচনা করেন।
তিনি বলেন, ‘সরকারকে অবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে।’ এ সময় তিনি নতুন রাজনৈতিক দল গঠনের ক্ষেত্রে সরকারের ছায়াতলে এসে তা করা যাবে না বলেও মন্তব্য করেন।
এমরান সালেহ প্রিন্স সরকারের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রের কথা তুলে ধরে বলেন, ‘যত দিন না সরকার জনগণের পাশে দাঁড়াবে, তত দিন বিএনপি তাদের দাবি নিয়ে সরব থাকবে।’
জনসমাবেশে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আবদুল গফুর সরকারের সভাপতিত্বে বিএনপির নেতারা বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন সংগীত শিল্পী বেবি নাজনীন, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, সাবেক এমপি বিলকিস ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আক্তারসহ আরও অনেকে।