ত্রাণ হস্তান্তর শেষে মিয়ানমার থেকে দেশে ফিরল নৌবাহিনীর জাহাজ

Date:

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারে তৃতীয় ধাপে ত্রাণ হস্তান্তরের পাশাপাশি মানবিক সহায়তা দিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা সমুদ্র অভিযান’।

মঙ্গলবার ( ১৫ এপ্রিল) ৫৫ সদস্যের উদ্ধার ও চিকিৎসা সহায়তাকারী দলকে নিয়ে দেশে ফিরেছে জাহাজটি। এছাড়া, এই জাহাজে বিভিন্ন সময়ে মিয়ানমারে আটকে পড়া ২০ জন বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে।

গত ১৩ এপ্রিল মিয়ানমারে ১২০ টন ত্রাণসামগ্রী যথাযথ প্রক্রিয়ায় হস্তান্তর শেষে বাংলাদেশের উদ্দেশে ইয়াঙ্গুন বন্দর ত্যাগ করে ‘বানৌজা সমুদ্র অভিযান’।

গত ৩০ মার্চ ও ১ এপ্রিল ২০২৫ বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্য, অসামরিক চিকিৎসক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সমন্বয়ে গঠিত ৫৫ সদস্যের উদ্ধারকারী ও চিকিৎসা সহায়তাকারী দল মিয়ানমারে প্রেরণ করা হয়। দেশটিতে গিয়ে তারা ধসে পড়া ভবন ক্লিয়ারিং, উদ্ধার এবং জটিল অস্ত্রপচারসহ দুর্যোগপীড়িত মানুষের সেবায় কাজ করেন।

মানবিক বিপর্যয়ে প্রতিবেশী দেশ মিয়ানমারের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেওয়ায় সেই দেশের সরকার ও জনগণ বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

এছাড়া, প্রায় দুই বছর ধরে মানবপাচারের শিকার হয় মিয়ানমারে আটক ছিলেন প্রায় ২০ বাংলাদেশি।

জানা যায়, উন্নত রাষ্ট্রে প্রেরণ ও চাকরির প্রলোভনে পাচারকারী চক্রের কবলে পড়ে তারা মিয়ানমারে গমন করেন। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক ১৮ বছরের কম বয়সী তরুণদের কিশোর সংশোধনাগারে রাখা হয়। আটক হওয়ার পর থেকেই তাদের প্রত্যাবাসনে দীর্ঘদিন ধরে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে কূটনৈতিক আলোচনা চলছিল। এমতাবস্থায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ ও মানবিক সহায়তা নিয়ে বাংলাদেশ নৌবাহিনী মায়ানমারে পৌঁছালে আটক বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবাসন আলোচনায় ইতিবাচক সাড়া মেলে।

সেখানে বাংলাদেশ নৌবাহিনী মিয়ানমারের বাংলাদেশ দূতাবাসের সঙ্গে প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে কার্যক্রম শুরু করে। এর পরিপ্রেক্ষিতে উভয় দেশের প্রতিনিধিদের মধ্যকার আলোচনায় দুই দেশ সমঝোতায় উপনীত হয়। ফলে দীর্ঘ দিন আটক থাকা বাংলাদেশি নাগরিকরা মুক্তি পান।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ এবং দুই দেশের সরকারের পারস্পরিক সহযোগিতায় প্রত্যাবাসন কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়। বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় মুক্তি পাওয়া বাংলাদেশিদের আজ নিরাপদে বাংলাদেশে নিয়ে আসা হয়।

প্রত্যাবাসন সম্পর্কিত কার্যক্রম শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে তাদের হস্তান্তর করা হবে।

Subscribe

সর্বাধিক পঠিত

আরও
Related

এলডিসি উত্তরণের কারণে বড় সমস্যা হবে না : ড. আনিসুজ্জামান

২০২৬ সালে বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের কারণে...

ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ করল মালদ্বীপ

বিশ্বের অন্যতম বিখ্যাত পর্যটনকেন্দ্র মালদ্বীপে আইন করে ইসরায়েলি পাসপোর্টধারীদের...

সয়াবিন তেলের দাম বাড়ল

অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, বোতলজাত সয়াবিন...

সরকারকে ৫ বছর ক্ষমতায় রাখার বিষয়ে আমি কিছু বলিনি, জনগণ বলেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সরকারকে পাঁচ বছর ক্ষমতায় রাখার বিষয়ে আমি কিছু বলিনি।...