দাম কমায় সবজিতে ক্রেতাদের স্বস্তি

Date:

বাজারে বেড়েছে সবজির সরবরাহ। ফলে গত কয়েক সপ্তাহ ধরে দাম কমেছে। দাম কমায় স্বস্তি ফিরেছে ক্রেতাদের। বিক্রেতারা বলছে গত দুই মাস আগের তুলনায় বাজারে সবজির সরবরাহ বেড়েছে, সেই সঙ্গে বেড়েছে বিক্রিও।

শুক্রবার (৩১ জানুয়ারি) রাজধানীর হাতিরপুল কাঁচা বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে।

বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ২০ টাকায়, কাঁচা মরিচের কেজি ৮০ টাকা, ৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে শশা ও টমেটা, মুলা ২০ টাকা, সাধারণ শিম ৩০ টাকা, আর বিচিসহ শিম ৪০ টাকা, বিভিন্ন ধরনের বেগুন ৪০-৫০ টাকা, পেঁপে ৪০ টাকা, করলা (হাইব্রিড) ৬০ টাকা প্রতি কেজি দরে বিক্রি হচ্ছে।

এছাড়া ফুলকপি, বাঁধাকপি প্রতি পিস ২০ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে, গাজর ৩০ থেকে ৪০ টাকা, ঝিঙা ৫০ টাকা প্রতি কেজি, লাউ প্রতি পিস ৫০ থেকে ৬০ টাকায় এবং প্রতি কেজি বরবটি ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে, গরুর মাংস প্রতি কেজি ৭০০ টাকা ও খাসির মাংস ১১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি ২১০ টাকা, সোনালী ৩১০ টাকা, কক ৩৫০ টাকা ও দেশি মুরগী ৫২০ টাকা।

সাপ্তাহিক ছুটির দিনে বাজার করতে আসা শহিদুল ইসলাম বলেন, বাজারের সবজির দাম তুলনামূলক কম থাকায় ইচ্ছেমতো সবজি কেনা যাচ্ছে। দুই একটি সবজি যেগুলোর এখন মৌসুম নয় সেগুলো ছাড়া সবধরনের সবজির দামই কম। তরকারি, শাক-সবজি ও মাছের দামে স্বস্তি ফিরলেও ভোজ্য তেল ও মসলার দাম অনেকটা চড়া। সবজি দামের মতো যদি অন্যান্য সব পণ্যের দাম কম থাকত তাহলে সাধারণ ক্রেতারা আরও স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারতেন।

Subscribe

সর্বাধিক পঠিত

আরও
Related

ছাত্র ইউনিয়নের নেতাসহ ৮০ জনের নামে পুলিশের মামলা

ধর্ষণবিরোধী পদযাত্রা থেকে পুলিশের ওপর হামলার অভিযোগে ১২ জনের...

বিএনপি দ্রুত নির্বাচন ও ফ্যসিবাদের দোসরদের বিচার চায়: এমরান সালেহ প্রিন্স

বিএনপিও দ্রুত নির্বাচনের সাথে সাথে অতি প্রয়োজনীয় সংস্কার ও...

‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিল

প্রকাশের ক্ষেত্রে নিয়ম লঙ্ঘনের অভিযোগে দৈনিক ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন...

মাগুরার শিশুটির অবস্থার আরও অবনতি, দুবার ‘কার্ডিয়াক অ্যারেস্ট’

মাগুরার আট বছরের ধর্ষণের শিকার শিশুটির শারীরিক অবস্থার আরও...