নিষিদ্ধ হিজবুতের ৩ সদস্য রিমান্ডে

Date:

রাজধানী থেকে গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর তিন সদস্য মনিরুল ইসলাম (৪০), মোহতাসিন বিল্লাহ (৪০) ও মাহমুদুল হাসানের (২১) বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (৭ মার্চ) মামলার তদন্ত কর্মকর্তা তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

পরে আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করে। এরপর শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জোনাইদের আদালত আসামি মনিরুল ইসলামকে ২ দিন এবং মোহতাসিন বিল্লাহ ও মাহমুদুল হাসানকে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীর বাংলাদেশের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা বা সার্বভৌমত্ব বিপন্ন করার জন্য এবং জনসাধারণের মাঝে আতঙ্ক সৃষ্টি, উগ্রবাদী মতাদর্শ প্রচারের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ও নাশকতা ঘটানোর উদ্দেশ্যে ৭ মার্চ (শুক্রবার) জুমার নামাজের পর বায়তুল মোকাররম উত্তর গেইটে মার্চ ফর খেলাফতে কর্মসূচি ঘোষণা করে।

এ জন্য উত্তরা পশ্চিম থানাধীন ১১ নং সেক্টরের ১৬ নং রোডের ৪৬ নং বাসার ২য় তলায় আসামি মোহতাসিন বিল্লাহর (৪০) বাসায় একত্রিত হয়ে শলাপরামর্শ করে। এ ঘটনায় অভিযান চালিয়ে ৭ মার্চ রাত ১২টা ৫ মিনিটে দুইজনকে আটক করা হয়। অন্যান্য আসামিরা কৌশলে পালিয়ে যায়। পরে ৭ মার্চ রাত সাড়ে ১২টায় উত্তরা পশ্চিম থানাধীন ১২ নম্বর সেক্টরের ১/এ নম্বর রোডের ১৬ নাম্বার বাসার ৪ নাম্বার ফ্ল্যাট থেকে আসামি মাহমুদুল হাসানকে (২১) আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা সরকার ঘোষিত নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর সক্রিয় সদস্য বলে জানায়।

এ ঘটনায় কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এর সাব-ইন্সপেক্টর আলমগীর কবির মামলা দায়ের করেন।

Subscribe

সর্বাধিক পঠিত

আরও
Related

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৬৩তম সভা অনুষ্ঠিত

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের ৬৩তম সভা অনুষ্ঠিত...

আ.লীগের আরেক সাবেক এমপি গ্রেপ্তার

আওয়ামী লীগের টিকিটে এমপি হওয়া মো. জাফর আলম গ্রেপ্তার...

এনসিটিবি থেকে ফ্যাসিস্টের দোসরদের অপসারণের দাবি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)...

নির্বাচনে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা চায় জামায়াত

আগামী নির্বাচন সুষ্ঠু করার জন্য প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা...