পাটগ্রাম সীমান্তে মদের বোতল ঝুলিয়ে দিল বিএসএফ

Date:

লালমনিরহাটের পাটগ্রামে দহগ্রাম সীমান্তে কাঁটাতারের ২ কিলোমিটার জায়গায় মদের বোতল ঝুলিয়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার (১৫ জানুয়ারি) সকালে দহগ্রাম সীমান্তের সরকার পাড়ার এলাকার বাংলাদেশ-ভারত প্রধান ৪১নং পিলার এলাকায় বিএসএফ খালি বোতল ঝুলিয়ে দেন। এতে মানুষের মাঝে আবারো আতঙ্ক বিরাজ করছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ৫১ বিজিবি অধিনায়ক লে. কর্নেল সেলিম আলদিন।

জানা যায়, দহগ্রাম আঙ্গোরপোতার সরকার পাড়া সীমান্তে বিএসএফ কাঁটাতারের স্থানে অস্ত্র নিয়ে টহল জোরদার করেন। সন্ধ্যার পর থেকে লাইট ব্যবহার করে সার্বক্ষণিক মনিটরিং করছে।

এর আগে গত শুক্রবার সকাল থেকে বাংলাদেশ-ভারত প্রধান পিলার, উপ-পিলারের ৩৭ থেকে ৪৭ নম্বর এলাকায় প্রায় দুই কিলোমিটারের মধ্যে বিএসএফ ৪ ফুট উঁচু কাঁটাতারের বেড়া স্থাপন করে। এর ৬ দিন পর বুধবার বিএসএফ আবারো সেই কাঁটাতারের বেড়ায় বোতল ঝুলিয়ে দেয়। পরে বিজিবি ও সাধারণ মানুষ বাধা দিলে বিএসএফ কিছু অংশে বোতল ঝুলিয়ে দিয়ে চলে যায়।

৫১ বিজিবি অধিনায়ক লে. কর্নেল সেলিম আলদিন বলেন, ‘এটি নতুন কোনো স্থাপনা নয়। বেড়াটি প্রটেকশনের জন্য তারা বোতল ঝুলিয়ে দিয়েছে। যদি কেউ রাতের আঁধারে বেড়া তুলে নিয়ে যায় সেজন্য তারা শূন্যরেখায় বেড়া দিয়ে নিজেই টেনশনে আছেন, তাই তারা এই প্রটেকশনটি ব্যবহার করেছেন।’

Subscribe

সর্বাধিক পঠিত

আরও
Related

সারাদেশে বজ্রপাতে প্রাণ গেল ১০ জনের

পাঁচ জেলায় বজ্রপাতে ১০ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৮...

জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠন

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ, নিহতদের পরিবার ও আহতদের পুনর্বাসন...

নিরীহ লোককে মামলা দিয়ে হয়রানি করা যাবে না: আইজিপি

নিরীহ লোককে মামলা দিয়ে হয়রানি করা যাবে না বলে...

আইকনিক অ্যাওয়ার্ড পেলেন আখতার হামিদ খান

ফটোগ্রাফিতে ব্যতিক্রমী অবদান রাখায় বর্ষসেরা ফটোগ্রাফারের পুরস্কার পেয়েছেন আখতার...