ফরচুন বরিশালের ক্রিকেটাররা পেলেন আইফোন ১৬

Date:

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ইতিহাসে তৃতীয় দল হিসেবে টানা দুইবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো ফরচুন বরিশাল। গতকাল (শুক্রবার) শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোমাঞ্চকর ফাইনালে চিটাগং কিংসকে ৩ উইকেটে হারিয়ে শিরোপা নিশ্চিত করে তামিম ইকবালের দল।

টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের আনন্দে ফুরফুরে মেজাজে আছে ফরচুন বরিশাল শিবির। সেই আনন্দ উদযাপনের অংশ হিসেবেই দলের প্রত্যেক খেলোয়াড় এবং টিম ম্যানেজমেন্টের সদস্যদের জন্য বিশেষ উপহার ঘোষণা করেছে দলটি। চ্যাম্পিয়নশিপ জয়ী দলের সবাইকে উপহার হিসেবে দেওয়া হয়েছে অ্যাপলের সর্বশেষ সংস্করণের আইফোন ১৬!

বিপিএলের শিরোপা জয়ের পরই বরিশাল শিবিরের খেলোয়াড়দের জন্য এই বিশেষ উপহার ঘোষণা করেন দলটির মালিক মিজানুর রহমান। গণমাধ্যমকে তিনি নিশ্চিত করেছেন, ‘খেলোয়াড় এবং টিম ম্যানেজমেন্টের সবার হাতে এরই মধ্যে আইফোন ১৬ পৌঁছে দেওয়া হয়েছে।’

এর আগে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন দলকে অভিনব উপহার দেওয়ার রীতি দেখা গেলেও বিপিএলে এটি নতুন সংযোজন। দলকে ঐতিহাসিক জয়ে নেতৃত্ব দেওয়ার পুরস্কার হিসেবে এমন উপহার পেয়ে খেলোয়াড় ও কর্মকর্তারাও বেশ উচ্ছ্বসিত।

বিপিএলে চ্যাম্পিয়ন দল হিসেবে ফরচুন বরিশাল ২ কোটি ৫০ লাখ টাকা প্রাইজমানি পেয়েছে। অন্যদিকে রানার্সআপ চিটাগং কিংস পেয়েছে ১ কোটি ৫০ লাখ টাকা। বিপিএলে প্রাইজমানির পরিমাণ বাড়ায় খেলোয়াড়দের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহও বেড়েছে।

টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছে ফরচুন বরিশাল। এবার দেখার পালা, পরবর্তী আসরে তারা কি হ্যাটট্রিক শিরোপা জিতে নতুন মাইলফলক স্পর্শ করতে পারে কিনা!

Subscribe

সর্বাধিক পঠিত

আরও
Related

জিয়া সাইবার ফোর্সের বনানী থানার আহবায়ক আরমান, সদস্য সচিব বিপ্লব

আরমান পাটোয়ারীকে আহবায়ক ও মো. বিপ্লবকে সদস্য সচিব করে...

ভোটার তালিকায় নাম থাকলেই প্রবাসীরা প্রক্সি ভোট দিতে পারবেন: ইসি

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো....

এ বছরের মধ্যে পাচারকৃত কয়েকশ কোটি ডলার ফিরিয়ে আনা সম্ভব: অর্থ উপদেষ্টা

দেশ থেকে পাচার হওয়া কয়েকশ কোটি ডলার এ বছরের...

এবার ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫

এ বছর বাংলাদেশে ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা...