ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বর গণহত্যার প্রতিবাদে বৈশ্বিক ধর্মঘট কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করেছে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন।
সোমবার (৭ এপ্রিল) সকাল থেকে দেশব্যাপী বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচিত ডাক দিয়েছে তারা।
ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলাম, ছাত্রদল, ছাত্রশিবির, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টসহ একাধিক সংগঠন এরই মধ্যে তাদের কর্মসূচি ঘোষণা করেছে।
এর আগে ফিলিস্তিনের জাতীয় ও ইসলামি শক্তিগুলো এক বিবৃতিতে ফিলিস্তিনজুড়ে ধর্মঘটের ডাক দেয় এবং বৈশ্বিকভাবে তা পালনের আহ্বান জানায়। এরপর থেকেই বিভিন্ন সংগঠন এ কর্মসূচির সঙ্গে একাত্মতা পোষণ করে।