রাজধানীর বাড্ডা এলাকায় লাইসেন্সবিহীন অস্ত্র নিজ দখলে রাখার অপরাধে দুইজনকে গ্রেপ্তার করেছে বাড্ডা থানা পুলিশ।
বুধবার (১ জানুয়ারি) দিবাগত রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন উত্তর-বাড্ডার ওয়াজিদুল ইসলামের ছেলে মো. জুয়েল (৩৬) ও অপর জন বিপুল দাসের ছেলে জুয়েল (৩২)। তারা বাড্ডা এলাকায় বসবাস করেন।
বিষয়টি নিশ্চিত করেন বাড্ডা থানার ওসি মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, লাইসেন্সবিহীন অস্ত্র নিজ দখলে রাখার অপরাধে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।