বিএনপি কচুরিপানার মতো ভেসে আসে নাই : সালেহ প্রিন্স

Date:

নিজস্ব প্রতিবেদক: বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে লাভ নেই, যারাই ষড়যন্ত্র করেছে তারাই জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হয়ে আস্তাকুঁড়ে চলে গেছে। বিএনপি জনগণের দল, বিএনপির শিকড় বাংলাদেশের মাটির অনেক ভেতরে, জনগণের হৃদয়ের মনিকোঠায় ।

রোববার (৫ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাটের স্বদেশী ইউনিয়নের ঘাসিগাঁও হাই স্কুল মাঠে সুবিধা বঞ্চিত অসহায় মানুষের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন ।

এমরান সালেহ প্রিন্স বলেন, কেউ যদি মনে করেন, ফু দিলেই বিএনপি উড়ে যাবে, বোকার স্বর্গে বাস করছেন তারা। বিএনপি কচুরিপানার মতো ভেসে আসে নাই। দেশ ও জনগণের প্রয়োজনে দমন নিপীড়ন মোকাবেলা করে আন্দোলন সংগ্রামের মধ্যদিয়ে বিএনপি শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়েছে। আওয়ামী লীগের মতো এখন কোনো কোনো রাজনৈতিক দল এবং মহল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কারণে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে । মনে হয়, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার তাদের ফ্যাশানে পরিণত হয়েছে। তিনি বলেন, জনগণ মনে করছে, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নতুন দল গঠনের উদ্যোগ, সংস্কার ও নির্বাচন প্রলম্বিত করা, নন ইস্যুকে ইস্যু বানিয়ে অহেতুক অস্থিরতা, বিভেদ ও অনৈক্য সৃস্টি করা একই সুত্রে গাঁথা। এসব করে ষড়যন্ত্রকারী,পতিত ফ্যাসিবাদী গোষ্ঠী, আধিপত্যবাদী শক্তি লাভবান হবে।

তিনি বলেন, কোনো ষড়যন্ত্র বিএনপি, বেগম খালেদা জিয়া, তারেক রহমানের অগ্রযাত্রা রোধ করতে পারবে না এবং ষড়যন্ত্রও সফল হবে না । তিনি জনগণের প্রতি দেশের রাজনৈতিক গতি প্রকৃতির প্রতি সতর্ক দৃস্টি রাখার আহ্বান জানিয়ে বলেন, রক্তের বিনিময়ে অর্জিত বিজয় নস্যাত করার যে কোনো ষড়যন্ত্র জনগণ রুখে দাঁড়াবে। তিনি বলেন, জনগণের রায় নিয়ে বিএনপি বিএনপি আগামী নির্বাচনে জনগণের রায় নিয়ে সরকার পরিচালনা করলে জনকল্যাণে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করবে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীকে সহায়তা, কৃষক কার্ডের মাধ্যমে ফসল উৎপাদনে সহায়তা প্রদান, সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনা, কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা, সার, বীজ, কীটনাশক, তেলে ভর্তুকী প্রদান, সকলের জন্য স্বাস্থ্য কর্মসূচির আওতায় বিনামূল্যে চিকিৎসা, ঔষধ, শস্যবীমা,পশু বীমা, মৎস্য বীমা, পোলট্রি বীমা চালু,ফ্যামিলি কার্ডের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীকে সহায়তা,পল্লী রেশনিং ব্যাবস্থা চালু করা হবে। গরীব এবং প্রাকৃতিক দুর্যোগকবলিত কৃষকের কৃষি ঋণের সুদ মওকুফ করা হবে।

স্বদেশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হাইয়ের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আসলাম মিয়া বাবুল, আবু হাসনাত বদরুল কবির, আমতৈল ইউনিয়নের চেয়ারম্যান শফিকুর রহমান, স্বদেশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোনায়েম হোসেন খান তালুকদার খোকন, ধারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান, ময়মনসিংহ উত্তর জেলার মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসনে আরা নীলু, উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন, পৌর কৃষক দলের আহ্বায়ক মঈনউদ্দীন বাবুল ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুর আরেফীন পাপন।

অনুষ্ঠানে হালুয়াঘাট উপজেলার বিলডোরা, শাকুয়াই, স্বদেশী ও আমতৈল ইউনিয়নের সুবিধা বঞ্চিত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

Subscribe

সর্বাধিক পঠিত

আরও
Related

ছাত্র ইউনিয়নের নেতাসহ ৮০ জনের নামে পুলিশের মামলা

ধর্ষণবিরোধী পদযাত্রা থেকে পুলিশের ওপর হামলার অভিযোগে ১২ জনের...

বিএনপি দ্রুত নির্বাচন ও ফ্যসিবাদের দোসরদের বিচার চায়: এমরান সালেহ প্রিন্স

বিএনপিও দ্রুত নির্বাচনের সাথে সাথে অতি প্রয়োজনীয় সংস্কার ও...

‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিল

প্রকাশের ক্ষেত্রে নিয়ম লঙ্ঘনের অভিযোগে দৈনিক ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন...

মাগুরার শিশুটির অবস্থার আরও অবনতি, দুবার ‘কার্ডিয়াক অ্যারেস্ট’

মাগুরার আট বছরের ধর্ষণের শিকার শিশুটির শারীরিক অবস্থার আরও...