চুয়াডাঙ্গার জীবননগর বিওপির বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ৬টি স্বর্ণের বার সহ পাচারকারী মো. রাজ রকি (৩২) নামে এক কারবারিকে আটক করেছে বিজিবি। সে জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের রেজাউল হক লিটনের ছেলে।
সোমবার (১৭ মার্চ) রাত সাড়ে ১০ টার ঝিনাইদহের মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যম কর্মীদেরকে নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধিন চুয়াডাঙ্গার জীবননগর বিওপির বিজিবি সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যা ৬ টার সময় জীবননগর থানা মোড়ে অভিযান চালায়। এ সময় জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের রেজাউল হক লিটনের ছেলে মো. রাজ রকিকে আটক করা হয়। আটক রকিকে প্রথমে জীবননগর বিজিবি ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে স্বর্ণের ব্যাপারে কোনো তথ্য বিজিবির কাছে দেয়নি। পরবর্তীতে রকিকে মলত্যাগ করানো হলে তার মলদার থেকে টেপ দিয়ে মোড়ানো দু’টি পোটলা বের হয়ে আসে। পরে পোটলা দু’টি খুলে ৬টি স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের বার আদালতের মাধ্যমে সরকারি কোষাগারে করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।