মাদ্রাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন শিক্ষা ক্যাডারের অধ্যাপক মিঞা মো. নুরুল হক। তিনি বর্তমানে সরকারি মাদ্রাসা-ই আলিয়া, ঢাকার আরবি অধ্যাপক হিসেবে কর্মরত।
সোমবার (৬ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব এ. কে. এম লুৎফর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড আইন, ২০২০-এর ধারা ১৩(২) অনুযায়ী মিঞা মো. নুরুল হক (১৯৭০), অধ্যাপক আরবি, সরকারি মাদ্রাসা-ই আলিয়া, ঢাকাকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করা হলো।