রোজা রেখে দাঁত ব্রাশ করা যাবে কি?

Date:

চলছে রমজান মাস। মহান আল্লাহ তা’আলা প্রত্যেক মুমিন বান্দাকে রমজান মাসে ফরজ রোজা রাখার নির্দেশ দিয়েছেন। ইসলামিক শরিয়তে এই রোজা পালন করার বেশকিছু নিয়ম ও বিধান রয়েছে- যা জানা জরুরি।

রমজানে রোজা পালনে অনেক ছোট বিষয় রয়েছে যে সম্পর্কে সঠিক ধারণা না থাকায় রোজা ভঙ্গ হতে পারে বা মাকরুহ (ইসলামিক শরিয়তে পরিহারযোগ্য) হয়ে যেতে পারে। এরমধ্যে অন্যতম রোজা রেখে টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করা।

অনেকেই রোজা রেখে সকালে ঘুম থেকে উঠে টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করেন। এটা কি সঠিক? আসুন, আজকের আয়োজনে জেনে নিই, টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করলে রোজা ঠিক থাকে না ভেঙে যায়?

এ প্রসঙ্গে ইসলামি গবেষক শায়খ আহমাদুল্লাহ বলেন, টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করলে রোজা ভাঙে না, তবে মাকরুহ হয়ে যেতে পারে।

কারণ হিসেবে তিনি বলেন, টুথপেস্ট বা টুথ পাউডার দিয়ে দাঁত ব্রাশ করার সময় থুথুর মাধ্যমে তা পেটে চলে যাওয়ার শঙ্কা থাকে। তাই একান্ত প্রয়োজন না হলে রোজা রেখে দাঁত ব্রাশ না করাই ভালো।

শায়খ আহমাদুল্লাহ আরও বলেন, তাই রোজা রাখলে দাঁত ব্রাশ করা যাবে না এমনটা নয়। দাঁত ব্রাশ করবেন, তবে সময়টা বদলে নেবেন।

এরজন্য সেহরি খাওয়ার আগে এবং ইফতারের পর টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করতে পারেন। রোজা রাখার অবস্থায় টুথপেস্ট অথবা টুথপাউডার ছাড়া শুধু টুথব্রাশ দিয়ে দাঁত পরিস্কার করতে পারেন। দিনের বেলা মিসওয়াক (দাঁত মাজার উপকরণ হিসেবে গাছের ডাল, কাঠ বা শিকড়) ব্যবহার করতে পারেন।

সুনানে আবু দাউদে যায়েদ বিন খালেদ আলজুহানী (রা.) বরাতে এক হাদিসে তিনি বলেন, ‘আমি রসুলুল্লাহ (স.)-কে বলতে শুনেছি, আমার উম্মতের জন্য কষ্টের আশঙ্কা না হলে তাদের ওপর মিসওয়াককে প্রতি নামাজের জন্য ফরজ করে দিতাম।’

রসুল (স.) মিসওয়াক ব্যবহার করতেন। তাই মিসওয়াক করা সুন্নত। হাদিসে আছে, মিসওয়াক করে নামাজ পড়লে তা উত্তম। রসুল (স.) প্রতি ওয়াক্ত নামাজের আগে মিসওয়াক করতেন। তাই মাহে রমজানের সিয়াম সুন্দরভাবে ও পরিপূর্ণ করে পালন করতে সেহরি খাওয়ার আগে এবং ইফতারের পর টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করার পাশাপাশি দিনের বেলা মিসওয়াক করুন।

Subscribe

সর্বাধিক পঠিত

আরও
Related

রোমে বাংলাদেশ হাউস পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রোমে...

পাকিস্তান-ভারতকে ‘সর্বোচ্চ সংযম’ দেখাতে বলল জাতিসংঘ

ভারত-শাসিত কাশ্মিরের পেহেলগামে প্রাণঘাতী হামলার পর পাকিস্তান ও ভারতকে...

পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিতে দোহা থেকে রোমে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা...

পাকিস্তানের পদক্ষেপে বিপাকে ভারতের এয়ারলাইনসগুলো

কাশ্মীরে হামলার জেরে পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে...