শীতকালীন সবজিতে সয়লাব বাজার। ফলে তুলনামূলকভাবে কমেছে সবজির দাম। তবে এর মধ্যে মৌসুম না হওয়ায় বরবটি ও করলার মতো নির্দিষ্ট কিছু সবজি বেশি দামেই কিনতে হচ্ছে ক্রেতাদের। অন্য সবজিগুলোর দাম তুলনামূলক কম।
শুক্রবার (১৭ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজারে আজ প্রতি কেজি লম্বা বেগুন বিক্রি হচ্ছে ৪০ টাকায়, গোল বেগুন প্রতি কেজি ৫০ টাকা, ঝিঙা প্রতি কেজি ৬০ টাকা, পেঁয়াজের ফুল প্রতি মুঠো ১০ টাকা, শসা প্রতি কেজি ৪০ টাকা, শালগম প্রতি কেজি ২০ টাকা, মূলা প্রতি কেজি ২০ টাকা, টমেটো প্রতি কেজি ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
আর বরবটি ও করলা প্রতি কেজি ৮০ টাকা, বিচিওয়ালা শিম প্রতি কেজি ৬০ টাকা, সাধারণ শিম প্রতি কেজি ৩০ টাকা, মটরশুঁটি প্রতি কেজি ১০০ টাকা, ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিস ২০ টাকা, আলু প্রতি কেজি ৩০ টাকা, পেঁপে প্রতি কেজি ৪০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ৬০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ২০ টাকা, ক্ষিরা প্রতি কেজি ৪০ টাকা, গাজর প্রতি কেজি ৫০ টাকা এবং কাঁচা টমেটো প্রতি কেজি ২০ টাকায় বিক্রি হচ্ছে।
সবজির দাম নিয়ে রাজধানীতে জাহাঙ্গীর নামের এক ক্রেতার সঙ্গে কথা হলে তিনি বলেন, অন্যান্য সময়ের চেয়ে বাজারে এখন সবজির দাম কিছুটা কম। যে কারণে বেশি করে সবজি কিনতে পারছি। তবে দুই একটি সবজির দাম এখনও বেশি। বছরের অন্যান্য সময়ও যদি সবজির দাম এমন নাগালের মধ্যে থাকলে ভাল হবে।
সবজি বিক্রেতা সুরুজ মিয়া বলেন, শীতকালীন মৌসুম হওয়ায় বাজারে প্রচুর পরিমাণে সবজি রয়েছে। অন্যান্য সময়ের তুলনায় দাম কম হওয়ায় ক্রেতারা স্বাচ্ছন্দে শীতের সবজি কিনছেন। ফলে বিক্রি বেড়েছে প্রায় দ্বিগুণ। তবে এমন কম দাম সব সময় থাকবে না, শীত কমতে শুরু করার সাথে সাথে সবজির সরবরাহ কমবে, দামও বাড়বে।