সোনার দাম আরও বাড়ল

Date:

চলতি মাসের প্রথম দিনই বাড়ানো হয়েছিল সোনার দাম। সেদিন সোনার দামে সর্বোচ্চ রেকর্ড হয়েছিল। এর পাঁচ দিনের মাথায় দেশের বাজারে সোনার দাম ভরিতে ২ হাজার ৯২৮ টাকা বাড়ানো হয়েছে।এতে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে এখন ১ লাখ ৪৭ হাজার ৮১৮ টাকা।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার প্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে।বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) থেকে নতুন দামটি কার্যকর হবে।

নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৭ হাজার ৮১৮ টাকা। দেশের ইতিহাসে এটিই এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম।

২১ ক্যারেটের সোনার ভরিতে দাম বাড়ানো হয়েছে ২ হাজার ৭৯৯ টাকা।এতে বৃহস্পতিবার থেকে এই মানের এক ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪১ হাজার ৯৯ টাকা।

এ ছাড়া ১৮ ক্যারেটের সোনার ভরিতে ২ হাজার ৪০৩ টাকা বাড়ানো হয়েছে।এতে বৃহস্পতিবার থেকে এই মানের এক ভরি সোনার দাম পড়বে ১ লাখ ২০ হাজার ৯৪৪ টাকা।

আর সনাতন পদ্ধতির সোনার ভরিতে দাম বাড়ানো হয়েছে ২ হাজার ৫৩ টাকা।এতে বৃহস্পতিবার থেকে এই মানের এক ভরি সোনা কিনতে হবে ৯৯ হাজার ৫২৯ টাকায়।

Subscribe

সর্বাধিক পঠিত

আরও
Related

কাশ্মীর সীমান্তে ব্যাপক সেনা মোতায়েন ভারতের

ভারত-পাকিস্তানের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে। কাশ্মীরের পেহেলহামে গত...

অবৈধ আদেশ পালনে পুলিশ জনরোষের শিকার হয়েছে: প্রধান উপদেষ্টা

গত ১৫ বছর পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল...

সম্মিলিত প্রচেষ্টায় রাষ্ট্র বিনির্মাণের পথ খুঁজতে হবে : আলী রীয়াজ

দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী শাসন দেশের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে...

আত্মসমর্পণ করতে আদালতে তারেক রহমানের খালাতো ভাই

দুদকের দুই মামলায় দণ্ডিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের...