নির্বাচিত সরকার ছাড়া কোনো সংস্কারই টেকসই হবে না: আমির খসরু

Date:

নির্বাচিত সরকার ছাড়া কোনো সংস্কারই টেকসই হবে না বলে মন্তব্য করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, ‘বিএনপি ২০০ সিট পেলেও এককভাবে ক্ষমতায় যাবে না, জাতীয় সরকার গঠন করা হবে। সংস্কার করতে হলে জনগণের ম্যান্ডেট লাগবে। যারা জনগণের ম্যান্ডেট পাবেন, তারাই সংস্কার প্রস্তাব সংসদে উপস্থাপন করবেন। তারা সংসদে বিল পাশ করবেন।’

মঙ্গলবার (২১ জানুয়ারি) যশোর চেম্বার অব কমার্স আয়োজিত খুলনা বিভাগের অর্থনীতি পুনরুদ্ধার ও রাজনৈতিক অঙ্গীকার শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

যশোর শহরের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান। এতে বক্তব্য রাখেন- খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও মেহেরপুর চেম্বার অব কর্মাসের প্রতিনিধিরা।

আমির খসরু বলেন,  ‘ইতোমধ্যে বিএনপির পক্ষ থেকে ৩১ দফা সংস্কার প্রস্তাব দেয়া হয়েছে। সেখানে সংস্কারের বিষয়ে স্পষ্ট করা আছে, এ ব্যাপারে বিএনপির কারো কাছ থেকে সেবা নেয়া লাগবে না।’

তিনি বলেন, ‘জনগণের ম্যান্ডেট ছাড়া সংস্কার জনগণ ছুড়ে ফেলে দেবে। তাই নির্বাচিত সরকারের মাধ্যমেই সংস্কার করতে হবে। সংস্কার কমিশনের সুপারিশগুলো বিবেচনায় নিয়ে নির্বাচিত সরকার সংস্কার করবে। এটাই তো গণতন্ত্র।’

তিনি আরও বলেন, ‘স্বৈরাচার সরকারের বাজেট ছুড়ে ফেলে দিন। তারা লুটপাট, দুর্নীতির বাজেট দিয়েছিল। সেই বাজেট কেন ছুড়ে ফেলে দিলেন না? পাঁচ মাস হয়ে গেল, আপনারা কেন অন্তর্বর্তীকালীন বাজেট ঘোষণা করছেন না? লুটপাটের বাজেট বাস্তবায়নে জনগণের ওপর বর্ধিত শুল্ক আরোপ করা ঠিক হয়নি। এতে দারিদ্র্য বাড়বে। সংকট আরও বাড়বে’।

Subscribe

সর্বাধিক পঠিত

আরও
Related

ছাত্র ইউনিয়নের নেতাসহ ৮০ জনের নামে পুলিশের মামলা

ধর্ষণবিরোধী পদযাত্রা থেকে পুলিশের ওপর হামলার অভিযোগে ১২ জনের...

বিএনপি দ্রুত নির্বাচন ও ফ্যসিবাদের দোসরদের বিচার চায়: এমরান সালেহ প্রিন্স

বিএনপিও দ্রুত নির্বাচনের সাথে সাথে অতি প্রয়োজনীয় সংস্কার ও...

‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিল

প্রকাশের ক্ষেত্রে নিয়ম লঙ্ঘনের অভিযোগে দৈনিক ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন...

মাগুরার শিশুটির অবস্থার আরও অবনতি, দুবার ‘কার্ডিয়াক অ্যারেস্ট’

মাগুরার আট বছরের ধর্ষণের শিকার শিশুটির শারীরিক অবস্থার আরও...