বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন পর্যায়ে সাক্ষাৎ অনুষ্ঠিত

Date:

বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। এ সময় ভারত ও বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর অন্তত ২৪ জন সদস্য অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মেদিনীপুরের সীমান্তে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় বলে ৫৮ বিজিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আলোচনা সভায় বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল আলম, পিএসসি এবং বিএসএফের ৩২ ব্যাটালিয়নের পক্ষে নেতৃত্ব দেন কমান্ড্যান্ট শ্রী সুজিত কুমার।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবি-বিএসএফ সৌহার্দপূর্ণ সম্পর্ক, সীমান্ত পরিস্থিতি সুস্থ ও স্বাভাবিক রাখা, সীমান্ত হত্যা না হওয়া এবং মাদক চোরাচালান প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করাসহ সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

0134

আলোচনা শেষে উভয় ব্যাটালিয়ন কমান্ডার সীমান্ত পিলার ৬৪/৪-এস, ৬৩/৫-এস, ৬৩/৬-এস ও ৬৩/৭-এস সহ ৩৪টি টি-পিলার পরিদর্শন এবং ওই পিলার সমূহের মধ্যবর্তী ৩ কিলোমিটার রাস্তা জিরো লাইন ধরে হেঁটে পরিদর্শন করেন।

সভা শেষে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ভবিষ্যতেও সুসম্পর্ক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

Subscribe

সর্বাধিক পঠিত

আরও
Related

টাকার নোট ছাপাতে খরচ হয় কত!

এক হাজার টাকার নোট ছাপাতে পাঁচ টাকা ও ৫০০...

প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মহাসচিবের সাক্ষাৎ

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে...

মিষ্টি কুমড়ার বাম্পার ফলন, হাসি নেই কৃষকের মুখে

কিশোরগঞ্জের ইটনায় এবার মিষ্টি কুমড়ার ব্যাপক চাষ ও বাম্পার...

মহেশপুর সীমান্তে বিজিবি-বিএসএফের বৈঠক অনুষ্ঠিত

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবি এবং বিএসএফ কমান্ডার পর্যায়ে একটি...