‌‌‌ ‘গণঅভ্যুত্থানে তরুণদের স্বপ্নকে ব্যর্থ হতে দেয়া যাবে না’

Date:

গণঅভ্যুত্থানের পরবর্তী রাজনীতিতে তরুণদের স্বপ্নকে ব্যর্থ হতে দেয়া যাবে না বলে মন্তব্য করেন ‘আমার বাংলাদেশ’-এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে জামালপুর জেলা আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, আওয়ামী ফ‍্যাসিবাদকে গণঅভ‍্যুত্থানের মাধ্যমে পালাতে বাধ‍্য করা হয়েছিল, সে আর ফিরবে না। অনলাইনে উস্কানি দিয়ে দুনিয়ার কোনো শক্তির অপচেষ্টাকে সফল হতে দেবে না গণতন্ত্রকামী জনগণ। আওয়ামী লীগের দোসর ও পুনর্বাসনকারীদের প্রতিহত করবে জামালপুরবাসী, যেটা আবারো প্রমাণ করে দিয়েছে দেশের তরুণ-যুবকরা।

তিনি বলেন, গত ছয় মাসে সারা দেশে রাজনৈতিক ব্যানারে হাট-ঘাট-মাঠ দখলের যে প্রতিযোগিতা দেখেছি, জনগণ সেটা চলতে দিবে না। যদি কেউ মনে করে যে গণঅভ‍্যুত্থান পরবর্তী রাজনীতিতে তরুণদের স্বপ্নকে ব‍্যর্থ করে দেবে, তা সফল হবে না।

তিনি আরও বলেন, আগামী দিনে যারা ক্ষমতায় ফিরবার স্বপ্ন দেখছেন, তাদের পতিত সরকারের কর্মকাণ্ড থেকে শিক্ষা নেয়া জরুরি। পুরাতন বংশীয় লুটপাট তরুণরা আর মেনে নেবে না। তাই চরিত্র বদলান, তা না হলে আপনাদের কপালও ৩২ নম্বরের মত পুড়বে।

জেলা আহবায়ক অ‍্যাড. সানোয়ার হোসেনের সভাপতিত্বে এবং জেলা যুগ্ম আহবায়ক প্রকৌশলী লিপসন মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত জনসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এবি যুব পার্টির সদস্য সচিব হাদী উজ্জামান বলেন, শত শত শহীদের রক্তে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সেই বাংলাদেশ ২.০ আমরা গড়ে তুলতে বদ্ধপরিকর। জামালপুরের বেকার যুবকদের স্বাবলম্বী করবার আওয়াজ ইতোমধ্যেই তুলছে এবি পার্টি। মাদকের কবল থেকে তরুণ যুবসমাজকে হেফাজত করবার লড়াই জামালপুর বাসীকে নিয়ে আমরা চালিয়ে নেব।

এ সময় আরো উপস্থিত ছিলেন এবি যুব পার্টির সদস্যসচিব হাদিউজ্জামান খোকন, মোমেনশাহী জেলার আহবায়ক শাহজাহান মল্লিক, শেরপুর জেলা সদস্যসচিব মুকসিতুর রহমান হীরা, এবি পার্টির সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ, জামালপুর জেলার যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার লিপসন মিয়া, জামালপুর পৌরসভার আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব মাহমুদুল হাসান বুলবুল, যুগ্ম আহ্বায়ক মো. আতিকুর রহমান বাবু, যুগ্ম আহ্বায়ক উসমান গণি, জামালপুর এবি যুব পার্টির আহ্ববায়ক শিহাব ইসলাম, সদস্যসচিব আবু সালেহ টিপু সুলতান, সাংগঠনিক সম্পাদক যোবায়ের হোসেন, যুগ্ম-আহ্বায়ক মোতালেব হোসেন, দপ্তর সম্পাদক শামীম আহমেদ সহ অনেকেই উপস্থিত ছিলেন।

Subscribe

সর্বাধিক পঠিত

আরও
Related

‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিল

প্রকাশের ক্ষেত্রে নিয়ম লঙ্ঘনের অভিযোগে দৈনিক ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন...

মাগুরার শিশুটির অবস্থার আরও অবনতি, দুবার ‘কার্ডিয়াক অ্যারেস্ট’

মাগুরার আট বছরের ধর্ষণের শিকার শিশুটির শারীরিক অবস্থার আরও...

শেখ হাসিনা-ইমরান এইচ’র বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যার...

১৯ দেশের মিশন প্রধানদের ডেকেছে ইসি

১৯ দেশের মিশন প্রধানকে ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)। সব...