সাংবাদিকদের সঙ্গে জমিয়তে উলামায়ে ইসলামের সভা অনুাষ্ঠত

Date:

দেশ স্থিতিশীল পরিবেশ রক্ষার্থে সাংবাদিকদের সঙ্গে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ ফেব্রুয়ারি) আড়াইহাজার থানা প্রেসক্লাব কার্যালয়ে এ মতবনিমিয় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় জমিয়তে উলামায়ে ইসলাম আড়াইহাজার শাখার সভাপতি মাওলানা মাশরুর আহমেদ বলেন, একটা সময় ছিল আমরা আড়াইহাজারে ঢুকতে পারতাম না। এখন এই সুযোগ হয়েছে। কোন কারণে যদি দেশের পরিবেশ নষ্ট হয়ে যায়। আমরা আর দাড়াতে পারবো না।

তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম। এই শান্তির বাণী সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। তাহলে সমাজে হানাহানি বিশৃঙ্খলা কমে যাবে। দেশে স্থিতিশিলতা বজায় রাখবে। এই সময়ে প্রয়োজনীয় সাংস্কার শেষ করে দ্রুততম সময়ে নির্বাচন দিতে অন্তবর্তীকালীন সরকারের প্রতিআহবান জানান।

এ সময় উপস্থিত ছিলেন- জমিয়তে উলামায়ে ইসলাম আড়াইহাজার শাখার সাধারণ সম্পাদক মাওলানা গিয়াস উদ্দিন, সাবেক সভাপতি মাওলানা সাদেকুর রহমান, সাবেক সহসভাপতি মাওলানা ফরিদ উদ্দিন, হাইজাদী ইউনিয়নের সভাপতি মাওলানা ওমর ফারুক, ফতেহপুরের সদস্য মাওলানা আবুল কাসেম, গোপালদী পৌরসভার সহসভাপতি মাওলানা মোস্তফা, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মাওলানা মাযহারুল ইসলাম, হাইজাদী ইউনিয়ন ছাত্র জমিয়তের সহসাংগঠনিক সম্পাদক মাওলানা তাওহীদুল হক, জমিয়তে উলামায়ে ইসলাম হাইজাদী ইউনিয়নের সহসভাপতি মাওলানা আহাম্মদ আলী, উপজেলা শাখার সদস্য মাওলানা ইসমাইল হোসেন, খাগকান্দা ইউনিয়নের সদস্য মাওলানা ওমর ফারুক, হাইজাদী ইউনিয়নের সাধারণ সম্পাদক হাফেজ জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

Subscribe

সর্বাধিক পঠিত

আরও
Related

ছাত্র ইউনিয়নের নেতাসহ ৮০ জনের নামে পুলিশের মামলা

ধর্ষণবিরোধী পদযাত্রা থেকে পুলিশের ওপর হামলার অভিযোগে ১২ জনের...

বিএনপি দ্রুত নির্বাচন ও ফ্যসিবাদের দোসরদের বিচার চায়: এমরান সালেহ প্রিন্স

বিএনপিও দ্রুত নির্বাচনের সাথে সাথে অতি প্রয়োজনীয় সংস্কার ও...

‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিল

প্রকাশের ক্ষেত্রে নিয়ম লঙ্ঘনের অভিযোগে দৈনিক ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন...

মাগুরার শিশুটির অবস্থার আরও অবনতি, দুবার ‘কার্ডিয়াক অ্যারেস্ট’

মাগুরার আট বছরের ধর্ষণের শিকার শিশুটির শারীরিক অবস্থার আরও...