অটোরিকশা-পিকআপের সংঘর্ষে নিহত ২

Date:

ময়মনসিংহের ভালুকায় সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আবদুল হামিদ (২৭) ও মনির হোসেন (৩৫) নামে ২ যাত্রী নিহত হয়েছেন। এ সময় অটোচালক গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় ভালুকা-গফরগাঁও সড়কে উপজেলার গোয়ারী নামক এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার এসআই দুলাল চন্দ্র কুন্ডু। এ বিষয়ে এসআই দুলাল চন্দ্র কুন্ডু বলেন, ‘অটোরিকশা-পিকআপ মুখোমুখি সংঘর্ষে দুজন যাত্রী নিহত হয়েছেন। মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে ও আহত অটোচালককে উদ্ধার করে ভালুকা হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

প্রত্যক্ষদর্শীরা জানান, ভালুকাগামী অটোরিকশা ও বিপরীত দিক থেকে আসা পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশার দুই যাত্রী উপজেলার সাতেঙ্গা গ্রামের আবদুল হাইয়ের ছেলে আবদুল হামিদ (৩০) ও চান্দরাটি গ্রামের মৃত আবদুল ওয়াদুদ মিয়ার ছেলে টাইস মেস্তরী মনির হোসেন (৩৫) ঘটনাস্থলেই মারা যান।

এ সময় ধলিয়া গ্রামের বেপারীপাড়ার আহমদ আলীর ছেলে অটোরিকশা চালক শাহজাহান (৪০) গুরুতর আহত হন। আহত অটোচালককে ভালুকা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা ঘটিয়ে চালক পিকআপটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।

Subscribe

সর্বাধিক পঠিত

আরও
Related

ছাত্র ইউনিয়নের নেতাসহ ৮০ জনের নামে পুলিশের মামলা

ধর্ষণবিরোধী পদযাত্রা থেকে পুলিশের ওপর হামলার অভিযোগে ১২ জনের...

বিএনপি দ্রুত নির্বাচন ও ফ্যসিবাদের দোসরদের বিচার চায়: এমরান সালেহ প্রিন্স

বিএনপিও দ্রুত নির্বাচনের সাথে সাথে অতি প্রয়োজনীয় সংস্কার ও...

‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিল

প্রকাশের ক্ষেত্রে নিয়ম লঙ্ঘনের অভিযোগে দৈনিক ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন...

মাগুরার শিশুটির অবস্থার আরও অবনতি, দুবার ‘কার্ডিয়াক অ্যারেস্ট’

মাগুরার আট বছরের ধর্ষণের শিকার শিশুটির শারীরিক অবস্থার আরও...