বিশ্ব ইজতেমা: সাদপন্থীদের আখেরি মোনাজাত সম্পন্ন

Date:

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে ৫৮তম বিশ্ব ইজতেমায় সাদপন্থীদের আখেরি মোনাজাত সম্পন্ন হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৩৮ মিনিটে মোনাজাত শুরু হয়ে শেষ হয় ১টা ১০ মিনিটে। মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।

আখেরি মোনাজাতে দেশ-বিদেশ থেকে আসা প্রায় ২০ লাখের বেশি ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। মোনাজাতে বিশ্ব উম্মাহর ঐক্য, ইসলামের প্রচার-প্রসার, মানবতার কল্যাণ, শান্তি এবং দুনিয়া ও আখিরাতের মুক্তি কামনা করা হয়। মোনাজাত চলাকালে তুরাগ তীরে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ, অনেক মুসল্লি কান্নায় ভেঙে পড়েন।

এর আগে ভোর থেকে আখেরি মোনাজাতে শরিক হতে তুরাগ তীরে আসতে থাকেন মুসল্লিরা। ফজরের পরের বয়ান করেন মাওলানা মোরসালিন (দিল্লি নিজামউদ্দিন)। তার বয়ান তরজমা করেন বাংলাদেশের মাওলানা মুফতি আজিম উদ্দিন। এরপর সকাল সাড়ে নয়টায় হেদায়েতের বয়ান শুরু হয়। হেদায়াতি বয়ান করেন মাওলানা ইউসুফ বিন সাদ। তার বয়ান তরজমা করেন বাংলাদেশের মাওলানা মুনির বিন ইউসুফ।

ইজতেমায় অংশ নিতে রাজধানী ঢাকা ও আশপাশের বিভিন্ন জেলা থেকে ভোর থেকেই লাখো মুসল্লি তুরাগ তীরে ভিড় জমিয়েছিলেন। আখেরি মোনাজাত উপলক্ষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেশ কয়েকটি স্থানে যান চলাচল নিয়ন্ত্রিত ছিল। প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়, যাতে মুসল্লিরা নির্বিঘ্নে ইজতেমায় অংশ নিতে পারেন।

প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার (সাদ পন্থি) দ্বিতীয় পর্ব। এর আগে একই ময়দানে ৩১ জানুয়ারি থেকে শুরু হওয়া জোবায়ের পন্থিদের প্রথম পর্বের দুই ধাপের বিশ্ব ইজতেমা শেষ হয় ৫ ফেব্রুয়ারি।

Subscribe

সর্বাধিক পঠিত

আরও
Related

‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিল

প্রকাশের ক্ষেত্রে নিয়ম লঙ্ঘনের অভিযোগে দৈনিক ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন...

মাগুরার শিশুটির অবস্থার আরও অবনতি, দুবার ‘কার্ডিয়াক অ্যারেস্ট’

মাগুরার আট বছরের ধর্ষণের শিকার শিশুটির শারীরিক অবস্থার আরও...

শেখ হাসিনা-ইমরান এইচ’র বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যার...

১৯ দেশের মিশন প্রধানদের ডেকেছে ইসি

১৯ দেশের মিশন প্রধানকে ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)। সব...