বাংলাদেশের সাথে শচীনের বিশ্বরেকর্ড ভাঙলেন রাচিন

Date:

বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করাটা যেন একটু সহজই। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে বাংলাদেশের চেয়ে কম ম্যাচ খেলে কেউ ৬ সেঞ্চুরি হজম করেনি। সোমবার (২৪ ফেব্রুয়ারি) টাইগারদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন রাচিন রবীন্দ্র। সেই সঙ্গে ভেঙেছেন ২৬ বছর আগে গড়া শচীন টেন্ডুলকারের বিশ্বরেকর্ড। নিজ দেশের ইতিহাসেও একাধিক রেকর্ডের জন্ম দিয়েছেন তিনি।

কিউই এই অলরাউন্ডার গতকাল পেয়েছেন আইসিসি টুর্নামেন্টে নিজের ৪র্থ সেঞ্চুরি। গত ২০২৩ বিশ্বকাপে পেয়েছিলেন ৩ সেঞ্চুরি। আর রাওয়ালপিন্ডিতে বাংলাদেশকে পেয়ে খেলেছেন ১১২ রানের দুর্দান্ত এক সেঞ্চুরি। ২৫ বছর বয়েসেই পেয়ে গেলেন ৪র্থ সেঞ্চুরি। আর তাতেই পেছনে ফেলেছেন ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা শচীনকে।

২৫ বছর বয়সে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এতদিন সবচেয়ে বেশি সেঞ্চুরি ছিল শচীন টেন্ডুলকারের ৩টি। গতকাল রাচিন বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করে সেটিকে গেলেন টপকে। এছাড়া ক্রিকেট বিশ্বে প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডে বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি দুই অভিষেকেই সেঞ্চুরি করেছেন এই কিউই অলরাউন্ডার।

তবে এখানেই থামছে না রাচিনের কীর্তি। বরং নিজ দেশের ইতিহাসেও রদবদল এনেছেন তিনি। যেখানে পেছনে ফেলেছেন প্রজন্মের অন্যতম সেরা ব্যাটার কেইন উইলিয়ামসনকেও। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের হয়ে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড এখন তারই।

২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরির সময় উইলিয়ামসনের বয়স ছিল ২৬ বছর ২৯৮ দিন। বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি রাচিন পেয়েছেন ২৫ বছর ৯৮ দিনে। অথচ নিউজিল্যান্ডের হয়ে আর কারোরই ৩০ বছরের আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেঞ্চুরির রেকর্ড নেই।

১১২ রানের ইনিংস দিয়ে নিউজিল্যান্ডের ইতিহাসে আইসিসির ওয়ানডে ইভেন্টে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক হয়েছেন রাচিন (৪টি)। আবার দ্রুততম ১০০০ রান করার দিক থেকে দেশের ইতিহাসে হয়েছেন ৪র্থ।

Subscribe

সর্বাধিক পঠিত

আরও
Related

ছাত্র ইউনিয়নের নেতাসহ ৮০ জনের নামে পুলিশের মামলা

ধর্ষণবিরোধী পদযাত্রা থেকে পুলিশের ওপর হামলার অভিযোগে ১২ জনের...

বিএনপি দ্রুত নির্বাচন ও ফ্যসিবাদের দোসরদের বিচার চায়: এমরান সালেহ প্রিন্স

বিএনপিও দ্রুত নির্বাচনের সাথে সাথে অতি প্রয়োজনীয় সংস্কার ও...

‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিল

প্রকাশের ক্ষেত্রে নিয়ম লঙ্ঘনের অভিযোগে দৈনিক ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন...

মাগুরার শিশুটির অবস্থার আরও অবনতি, দুবার ‘কার্ডিয়াক অ্যারেস্ট’

মাগুরার আট বছরের ধর্ষণের শিকার শিশুটির শারীরিক অবস্থার আরও...