রমজানে ৫ লক্ষ মানুষের মুখে হাসি ফোটাতে মাস্তুল ফাউন্ডেশনের ইফতার আয়োজন

Date:

প্রতি বছরের ন্যায় এ বছরও পবিত্র রমজান উপলক্ষে মাস্তুল ফাউন্ডেশন ৫ লক্ষ রোজাদারদের ইফতার ও সেহরি বিতরণের উদ্যোগ নিয়েছে।

পুরো রমজান মাসজুড়ে অসহায় ও নিম্ন আয়ের মানুষদের ৫ লাখ প্যাকেট ইফতার ও ৫০ হাজার পরিবারকে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ করবে মাস্তুল ফাউন্ডেশন। দেশের গণ্ডি পেরিয়ে ফিলিস্তানি গাজাবাসীর জন্যও ইফতার পৌঁছে দিচ্ছে মাস্তুল ফাউন্ডেশন। রমজানে ইফতারের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই এই উদ্যোগ গ্রহণ করেছে প্রতিষ্ঠানটি।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, অসহায় ও নিম্ন আয়ের রোজাদারদের রমজানের ইফতারের আনন্দ থেকে যেনো বঞ্চিত না হয় তাই আমরা ৫ লাখ ইফতার বিতরণের উদ্যোগ নিয়েছে। প্রতি বছরের মতো এবারও মাস্তুল ফাউন্ডেশন ঢাকাসহ দেশের ৬৪টি জেলায়, এবং ফিলিস্তানি গাজাবাসীর জন্যও ইফতার বিতরণের কাজ শুরু করেছে। রোজাদাররা যেনো ভালো খাবার খেতে পারেন, সে জন্য মাসব্যাপী এই আয়োজন চলবে মাস্তুল মেহমানখানায়।

অসহায় মানুষ ও আর্থিক অনটনে কষ্টভোগী রোজাদারদের সম্মানে এই কার্যক্রমটি তিন ভাগে করা হচ্ছে। যেখানে হাজারিবাগ বারইখালি অবস্থিত মাস্তুল মেহমানখানায় প্রতিদিন হাজারের অধিক সুবিধাবঞ্চিত রোজাদাররা মেহমানখানায় বসে সেই ইফতার গ্রহণ করেন। এছাড়া ধনী-গরিব নির্বিশেষে রাস্তাঘাটে চলাচলরত রোজাদার, চলাচলরত যানবাহন বা ট্র্যাফিক জ্যামে আটকিয়ে থাকা যানবাহনের যাত্রীদেরও বিনামূল্যে মাসব্যাপী ইফতার বিতরণ করা হবে এবং ফিলিস্তানি গাজাবাসীর জন্য পুরো রমজান জুড়ে ইফতার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও ঢাকা সহ বিভিন্ন জেলার এতিমখানা, মাদ্রাসা এবং দরিদ্র পরিবারকে ৫০ হাজার ইফতার সামগ্রী পৌঁছে দেয়া হবে। এছাড়া যাকাতের মাধ্যমে ১০০০ দরিদ্র পরিবারকে স্বাবলম্বী করে সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার নিয়ত করেছে মাস্তুল ফাউন্ডেশন।

মাস্তুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কাজী রিয়াজ রহমান বলেন, “রমজানে রোজাদারদের ইফতার ও সেহরি করানো একটি বিশেষ আমল, যা মুসলিমদের জন্য অনেক সওয়াবের কাজ। এই উদ্যোগের মাধ্যমে মাস্তল ফাউন্ডেশন সমাজের সকল মধ্য,নিম্নবিত্ত ও গাজাবাসীদের রমজানকে আনন্দময় করে তুলতে চাই। পবিত্র এই রমজানে আমি সবাইকে যার নিজ নিজ জায়গা থেকে সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, সবার জন্য ইফতার ও সেহরি তখনি সম্ভব যখন আমরা সবাই মিলে এই উদ্যোগে অংশগ্রহণ করব।

মাস্তুল ফাউন্ডেশনের এক স্বেচ্ছাসেবক জানান, মাস্তুল ফাউন্ডেশন বহুমুখী সমাজসেবামূলক কার্যক্রমের মধ্যে রয়েছে নিজস্ব স্কুল, মাদ্রাসা, এতিমখানা ও বৃদ্ধ আশ্রম যেখানে শতাধিক পিতামাতাহীন অনাথ/এতিম শিক্ষার্থী ও বৃদ্ধ- বৃদ্ধা বসবাস করেন। এর বাহিরে কয়েক জেলায় প্রজেক্ট স্কুলগুলোতে হাজারের অধিক সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের সকল শিক্ষার উপকরণ দেয়ার পাশাপাশি স্বাস্থ্য, পুষ্টিকর খাবার, শিশু অধিকার, মৌলিক চাহিদা নিশ্চয়তা করা হচ্ছে। এছাড়া চিকিৎসা খাতে দেশের মানুষের পাশে দাঁড়াতে ‘মাস্তুল এইড’ প্রকল্পের মাধ্যমে অর্ধশতাধিকের অধিক সড়ক দুর্ঘটনায় আহত অসচ্ছল পঙ্গুত্ববরণকারী রোগীদের চিকিৎসা সেবার পাশাপাশি হুইলচেয়ার ও কৃত্রিম পা দিয়ে স্বাবলম্বী করছে। মাস্তুল ফাউন্ডেশনের রয়েছে সেলাই প্রশিক্ষণ কেন্দ্র, কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র যার মাধ্যমে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে কর্মক্ষম করে তোলা হচ্ছে। এর বাহিরে যাকাত স্বাবলম্বী প্রজেক্টের মাধ্যমে ১০০০ জনের বেশি মানুষকে স্বাবলম্বী করা হয়েছে। মাস্তুলের প্রধান কাজের মধ্যে রয়েছে দাফন-কাফন সেবা প্রজেক্ট, যার মাধ্যমে করোনার শুরু থেকে এখন পর্যন্ত ৩০০০ এর অধিক লাশ দাফন হয়েছে। রয়েছে মাস্তুল মেহমানখানা, যেখান থেকে শতাধিক অসহায় নিম্ন আয়ের মানুষের একবেলা পেট পুড়ে খাওয়ার ব্যবস্থা হয়।

Subscribe

সর্বাধিক পঠিত

আরও
Related

‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিল

প্রকাশের ক্ষেত্রে নিয়ম লঙ্ঘনের অভিযোগে দৈনিক ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন...

মাগুরার শিশুটির অবস্থার আরও অবনতি, দুবার ‘কার্ডিয়াক অ্যারেস্ট’

মাগুরার আট বছরের ধর্ষণের শিকার শিশুটির শারীরিক অবস্থার আরও...

শেখ হাসিনা-ইমরান এইচ’র বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যার...

১৯ দেশের মিশন প্রধানদের ডেকেছে ইসি

১৯ দেশের মিশন প্রধানকে ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)। সব...