বিএনপিও দ্রুত নির্বাচনের সাথে সাথে অতি প্রয়োজনীয় সংস্কার ও ফ্যসিবাদের হোতা ও দোসরদের বিচার চায় বলে মন্তব্য করেন দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
তিনি বলেছেন, ফ্যসিবাদের পতনের পর ৭ মাস পার হলেও এখন পর্যন্ত সংস্কার, বিচার ও নির্বাচন কেনো দৃশ্যমান হল না। তা অন্তর্বর্তী সরকারের পাশাপাশি রাজনীতিতে আসা নতুন বন্ধুদেরও জবাবদিহি করা দরকার। কেননা সরকারে তারা ছিল, আছে এবং সরকারের ওপর তাদের নিয়ন্ত্রণ দৃশ্যমান।
বুধবার (১২ মার্চ) বিকেলে দলের কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ময়মনসিংহের হলুয়াঘাট উপজেলার কলিয়ানিকান্দায় সদর ইউনিয়ণের ৭ ও ৮ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী হলুয়াঘাটে বিএনপি ও অঙ্গসংঠনের উদ্যোগে জনগণকে সম্পৃক্ত করে ওয়ার্ড পর্যায়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।
এমরান সালেহ প্রিন্স বলেন, দেশ ও জাতি এক কঠিন ও জটিল সময় পার করছে । এসময় সকলকে ধৈর্য্য ও সহনশীল আচরণ করতে হবে । দলের নাম ব্যবহার করে বা পতিত আওয়ামীলীগের কেউ যেন অসৎ বা উশৃঙ্খল কাজ না করতে পরে সে দিকে সকলকে সতর্ক দৃষ্টি রাখতে হবে । তিনি সকলকে সতর্ক করে বলেন , নির্বাচনকে প্রলম্বিত করতে পরিকল্পিত ভাবে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার অপচেস্টা চলছে । নির্বাচন প্রলম্বিত হলে গণতন্ত্র সুদূর পরাহত হবে । তাই যেকোন মূল্যে পরিস্থিতি স্বাভাবিক রেখে নির্বাচন আদায় করতে হবে ।
তিনি বলেন, নতুন রাজনৈতিক দলের নেতারা বিচার ও সংস্কারের দাবিতে আন্দোলনে নামার কথা বলছেন । তাদের এই দুই দাবির সাথে নির্বাচনের দাবি কেন নেই তা রহস্যজনক । তাহলে কী জনগণ ধরে নিবে যে নির্বাচন প্রলম্বিত করাই তাদের উদ্দেশ্যে ? তাদের করো করো কণ্ঠে কর্তৃত্ববাদের সুর । এটা করলে ওটা হবেনা , ওটা না করলে এটা হবেনা – এধরণের কথা বা নিজেদের দাবি অন্যদের ওপর চাপিয়ে দিতে শর্ত আরোপ করা কর্তৃত্ববাদের নামান্তর । অযৌক্তিক ,অবাস্তব ও জন সম্পৃক্তহীন দাবি বা ইস্যু রহস্যজনক।
তিনি আরও বলেন, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিত্বশীল সরকার ছাড়া সংস্কার টেকসই হবে না এবং দেশে স্থিতিশীলতা ও স্বস্তি ফিরে আসবেনা ।
কলিয়ানিকান্দা মডেল উচ্চ বিদ্যালয়ে হলুয়াঘাট উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার পূর্ব আলোচনায় বক্তব্য রাখেন হলুয়াঘাট পৌর বিএনপির আহবায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ , উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলী আশরাফ ,কাজী ফরিদ আহমেদ পলাশ , বিএনপি নেতা রফিকুল ইসলাম , আব্দুর রশীদ , হাবিবুর রহমান । ছাত্র গণ অভিত্থানে নিহত বিজয় ফরাজীর পিতা সায়দুল ফরাজী সহ স্থাণীয় গণ্যমান্য ব্যক্তি ও বিএনপি ও অঙ্গ সংগঠণের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন ।