যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা নেতানিয়াহুর

Date:

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামাস যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করার পর নেতানিয়াহু এই ঘোষণা দিলেন। খবর আল জাজিরা ও রয়টার্সের। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু দেশটির সেনাবাহিনীকে গাজায় হামলা জোরদারেরও নির্দেশ দিয়েছেন।

শনিবার (১৯ এপ্রিল) রাতে এক ভাষণে নেতানিয়াহু বলেছেন, যুদ্ধের জন্য যখন চরম মূল্য দিতে হচ্ছে তখন ইসরায়েলের জয় না হওয়া পর্যন্ত আমাদের অস্তিত্ব রক্ষার জন্য লড়াই চালিয়ে যাওয়া ছাড়া আর কোনও উপায় নেই।

এদিকে গত ২৪ ঘণ্টায় গাজাজুড়ে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শুধু শনিবারই ইসরায়েলি হামলায় ৫২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। গত ১৮ মাসের বেশি সময় ধরে গাজায় হামাস ও ইসরায়েলের যুদ্ধ চলছে। এতে নিহতের সংখ্যা ৫১ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে লক্ষাধিক।

সামরিক তথ্যের ভিত্তিতে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, ইতোমধ্যে ইসরায়েলি বাহিনী গাজায় ১৮৫ বর্গকিলোমিটারের বেশি এলাকা দখলে নিয়েছে। এটি উপত্যকাটির মোট ভূখণ্ডের প্রায় ৫০ শতাংশ।

খবরে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী গাজার বড় অংশে নিরাপত্তা অঞ্চলে সৃষ্টির পাশাপাশি তিনটি করিডর গড়ে তুলেছে। সেগুলো হলো ফিলাডেলফি, মোরাগ ও নেতজারিম করিডর। এগুলো গাজাকে বিভিন্ন অংশে বিভক্ত করেছে।

Subscribe

সর্বাধিক পঠিত

আরও
Related

শেখ হাসিনা ও টিউলিপকে দেশে আনার প্রক্রিয়া শুরু

বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ভাগ্নি...

আসছে বিশেষ বিসিএস, নিযোগ পাচ্ছেন ২ হাজার

দেশে অন্তত ৮ হাজার চিকিৎসকের সংকট রয়েছে বর্তমানে। চিকিৎসা...

২০২৩ সালে কর ফাঁকিতে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি: সিপিডি

কর ফাঁকির কারণে ২০২৩ সালে আনুমানিক দুই লাখ ২৬...

শেখ হাসিনাসহ তার পরিবারের ১০ সদস্যের ‘এনআইডি লক’

জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবারের ১০...