বিগত তিন নির্বাচনে জড়িত কর্মকর্তাদের বিচার দাবি এনসিপির

Date:

বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে জড়িত কর্মকর্তাদেরকে তদন্ত করে বিচারের আওতায় আনার জন্য প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (২০ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির দপ্তরে বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের এ কথা জানান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী।

তিনি বলেন, বিগত তিনটি নির্বাচনে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছি। প্রধান নির্বাচন কমিশনার এ বিষয়ে আমাদের আশ্বস্ত করেছেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, গত ১৫ বছরে ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। তাই বিগত তিনটি নির্বাচনের সঙ্গে জড়িতদের তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনতে হবে।

এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার পার্থীদের সশরীরে উপস্থিত থাকতে হবে। আরচণবিধি ও নির্বাচনী ব্যয়ের বিধিমালা পরিবর্তন চেয়েছি। নির্বাচন কমিশন থেকে আশ্বস্ত করা হয়েছে যে তারা পরিবর্তন করবেন।

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে অংশ নেয় এনসিপির পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল। সেই দলে উপস্থিত ছিলেন, দলটির যুগ্ম আহ্বায়ক অনিক রায়, খালেদ সাইফুল্লাহ, মুজাহিদুল ইসলাম শাহিন ও তাজনুভা জাবীন।

Subscribe

সর্বাধিক পঠিত

আরও
Related

শেখ হাসিনা ও টিউলিপকে দেশে আনার প্রক্রিয়া শুরু

বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ভাগ্নি...

আসছে বিশেষ বিসিএস, নিযোগ পাচ্ছেন ২ হাজার

দেশে অন্তত ৮ হাজার চিকিৎসকের সংকট রয়েছে বর্তমানে। চিকিৎসা...

২০২৩ সালে কর ফাঁকিতে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি: সিপিডি

কর ফাঁকির কারণে ২০২৩ সালে আনুমানিক দুই লাখ ২৬...

শেখ হাসিনাসহ তার পরিবারের ১০ সদস্যের ‘এনআইডি লক’

জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবারের ১০...