বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স ইস্টার সানডে উপলক্ষে দিনব্যাপী ময়মনসিংহের ধোবাউড়া ও হালুয়াঘাটের গারো পাহাড় সংলগ্ন গ্রামসমূহে খ্রিস্টান ধর্মাবলম্বী গারো সম্প্রদায়ের জনসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।
রোববার (২০ এপ্রিল) সকালে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের ভালুকাপাড়া সাধ্বী তেরেজার গির্জায়, দুপুরে হলুয়াঘাটের গাজীরভিটা ইউনিয়নের কাতলমারী কচুয়াকুড়া পিতরের গির্জা, কলিয়ানিকান্দা চরবাংগালিয়া গির্জায় ইস্টার সানডে উপলক্ষে অনুষ্ঠানে যোগ দিয়ে সকলের সঙ্গে ইস্টার সানডের শুভেচ্ছা জানান।
এমরান সালেহ প্রিন্স সকলকে বিএনপির চেয়াপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার নিজের পক্ষ থেকে ইস্টার সানডে উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করেন। তিনি বলেন, আগামী দিনে বিএনপি ধর্ম বর্ণ নির্বিশেষে ইনক্লুসিভ ও রেইনবো নেশন গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞ। বিএনপি ধর্ম যার যার রাষ্ট্র সবার নীতিতে বিশ্বাসী। বিএনপি ধর্ম বান্ধব দল, ধর্মান্ধ নয়।
তিনি বিএনপির ওপর সকলকে আস্থা রাখার আহবান জানিয়ে বলেন, সকলের আস্থা ও সমর্থনের প্রতিদান তারেক রহমান ও বিএনপি ৩১ দফা বাস্তবায়ন করে সাম্য, মানবিক ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের মাধ্যমে দেবে। পরে এমরান সালেহ প্রিন্স সকলের সঙ্গে ইস্টার সানডে উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেন এবং আপ্যায়ন করান।
ধোবাউড়ার ভালুকাপাড়া গির্জায় ভালুকপাড়া প্যারিস কাউন্সিল এর ভাইস চেয়ারম্যান সন্তোষ দালবৎ, ভালুকপাড়া সেন্ট টেরেজাস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মি. মার্শেল চিছাম, উপজাতি নেতা হারুন বংদি, সুবীর হাগিদক, ফরিদ স্নালসহ ২৭টি গ্রাম কাউন্সিলরগণ এবং হালুয়াঘাটে ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান সুব্রত রেমা, পাস্টার সপ্ত ম্রী, প্রধান শিক্ষিকা অলিভিয়া দিয়ো, পাস্টার প্রদীপ সাংমা, রাংরাপাড়া সার্কেল সেক্রেটারি সন্তোষ রেমা, পাস্টার পূর্ণ রাংসা, ডিকন সতুয়েল রিছিলসহ গারো সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মফিজ উদ্দিন , ধোবাউড়া উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আযহারুল ইসলাম কাজল, হালুয়াঘাট উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুল, যুগ্ম আহবায়ক কাজী ফরিদ আহমেদ পলাশ, ধোবাউড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, সদস্য সচিব আনিসুর রহমান মনিক, যুগ্ম আহবায়ক আবদুল কুদ্দুস, হালুয়াঘাট পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সিদ্দিক মোল্লা, ময়মনসিংহ উত্তর জেলা জাসাস সহ সভাপতি আরাফাত কায়সার রাব্বি, পৌর ছাত্রদলের সদস্য সচিব তাজবির হোসেন অন্তর বিএনপি নেতা নয়ন মণ্ডল, শাজাহান মিয়া, আবদুল মতিন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ফরহাদ আল রাজি, হালুয়াঘাট উপজেলা বিএনপি নেতা রফিকুল ইসলাম, মোর্শেদ আলম, আবুল হোসেন, সুরুজ্জামান, নজরুল ইসলাম, সুলতান উদ্দিনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।