জেনে নিন উপকারিতা পেতে দিনে কয় কাপ গ্রিন টি পান করতে হয়

Date:

বিশ্বব্যাপী একটি জনপ্রিয় পানীয় গ্রিন টি। সাম্প্রতিক সময়ে এটি কেবল চায়ের তালিকায় সীমাবদ্ধ নয়, বরং স্বাস্থ্য সচেতন মানুষের কাছেও এটি প্রিয় হয়ে উঠেছে। এছাড়াও ওজন নিয়ন্ত্রণের জন্য সময়ের সঙ্গে জনপ্রিয়তা পাচ্ছে গ্রিন টি। ক্যামেলিয়া সিনেনসিস উদ্ভিদের পাতা থেকে তৈরি এই চা গরম, ঠান্ডা বা গুঁড়ো আকারেও পান করা যায়। এর উচ্চমানের অ্যান্টিঅক্সিডেন্ট এবং স্বাস্থ্য উপকারিতার জন্য এটি বিশেষভাবে পরিচিত। কিন্তু প্রশ্ন হচ্ছে, গ্রিন টির এই উপকার পেতে দিনে কত কাপ পান করা উচিত? হেলথলাইনের প্রতিবেদনে এ বিষয়ে কথা বলেছেন চিকিৎসক।

গ্রিন টির উপকারিতা: গ্রিন টিতে এমন কিছু পুষ্টি উপাদান এবং উদ্ভিজ্জ যৌগ রয়েছে, যা শরীরের জন্য অত্যন্ত উপকারী। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ক্যাটেচিন নামক একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা ক্যান্সার প্রতিরোধে সহায়ক। গবেষণায় দেখা গেছে, গ্রিন টি পানকারীরা অনেক ধরনের ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমান।

দিনে কতটা গ্রিন টি পান করা উচিত: অনেকেই স্বাস্থ্যের কথা ভেবে গ্রিন টি পান করেন। ওজন নিয়ন্ত্রণের জন্য নিয়মিত চা পান করেন এমন মানুষের সংখ্যাও কম নয়। গ্রিন টির উপকারিতা নিয়ে বিভিন্ন গবেষণায় ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যায়। কেউ কেউ বলেন, দিনে এক কাপই যথেষ্ট, আবার কেউ পাঁচ বা তার বেশি কাপ পান করার পরামর্শ দেন। চিকিৎসক এ বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে উপকারীতার পেতে কীভাবে গ্রিন টি পান করতে হবে সে বিষয়ে জানিয়েছেন।

বিভিন্ন রোগভেদে গ্রিন টির পরিমাণ:

মুখগহ্বর ক্যান্সার: দিনে ৩-৪ কাপ গ্রিন টি পান করলে মুখগহ্বর ক্যান্সারের ঝুঁকি কমে।
প্রস্টেট ক্যান্সার: দিনে ৫ বা তার বেশি কাপ গ্রিন টি পান করলে প্রস্টেট ক্যান্সারের ঝুঁকি হ্রাস পায়।
স্তন ক্যান্সার: দিনে ৩ বা তার বেশি কাপ পান করলে স্তন ক্যান্সার পুনরায় হওয়ার ঝুঁকি কমে।
ডায়াবেটিস: দিনে ৬ বা তার বেশি কাপ পান করলে টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি ৩৩% কমে।
হৃদরোগ: দিনে ১-৩ কাপ গ্রিন টি পান করলে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি কমে।

গবেষণাগুলোর উপর ভিত্তি করে বলা যায়, দিনে ৩-৫ কাপ গ্রিন টি পান করাই আদর্শ। তবে এর প্রভাব ব্যক্তি বিশেষে ভিন্ন হতে পারে।

Subscribe

সর্বাধিক পঠিত

আরও
Related

জিয়া সাইবার ফোর্সের বনানী থানার আহবায়ক আরমান, সদস্য সচিব বিপ্লব

আরমান পাটোয়ারীকে আহবায়ক ও মো. বিপ্লবকে সদস্য সচিব করে...

ভোটার তালিকায় নাম থাকলেই প্রবাসীরা প্রক্সি ভোট দিতে পারবেন: ইসি

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো....

এ বছরের মধ্যে পাচারকৃত কয়েকশ কোটি ডলার ফিরিয়ে আনা সম্ভব: অর্থ উপদেষ্টা

দেশ থেকে পাচার হওয়া কয়েকশ কোটি ডলার এ বছরের...

এবার ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫

এ বছর বাংলাদেশে ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা...